যেমন বাবা তেমন ছেলে! প্রেম দিবসে দুই মূর্তিমানের কাণ্ডকারখানা ফাঁস করিনার

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ারের শীর্ষে থাকাকালীন সইফ আলি খানকে (Saif Ali Khan) বিয়ে করেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এখন পরিবারই তাঁর কাছে আগে। দুই ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ভরা সংসার বেবোর। অনুরাগীরাও বেশ পছন্দ করেন পতৌদি পরিবারের ‘ফ‍্যামিলি ফটো’ দেখতে। প্রেম দিবসে অনুরাগীদের খুশি করে দিলেন করিনা।

সপ্তাহের প্রথম দিনটায় প্রেমের জোয়ারে ভেসেছিল বলিপাড়া। নিজের জীবনে দুই ভালবাসার মানুষের ছবি শেয়ার করেছিলেন করিনাও। তাঁরা হলেন সইফ ও তৈমুর। না, এবারে ছোট ছেলে জেহকে ছবি থেকে বাদ দিয়েছেন অভিনেত্রী। বদলে বাবা ও বড় ছেলের এক মজার ছবি শেয়ার করেছেন তিনি।

saif kareena taimur

তৈমুরের হাতে একটি আইসক্রিম। উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি খুদে। অন‍্যদিকে সইফকে দেখেই বোঝা যাচ্ছে আচমকা ছবি তোলাতে তিনি চমকে গিয়েছেন। বাবা ছেলের হাস‍্যকর মুখভঙ্গিমা দেখে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের। এভাবেই ভ‍্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানিয়েছেন করিনা।

https://www.instagram.com/p/CZ8gfCHPpj4/?utm_medium=copy_link

 

২০১৬ সালে বড় ছেলে তৈমুরের জন্ম দেন করিনা। মাস খানেক আগে পাঁচে পা দিয়েছে সইফ করিনার আদরের ছেলে। ছোট থেকেই ইন্টারনেট সেনসেশন সে। বড় হয়েও এতটুকু জনপ্রিয়তা কমেনি তৈমুরের। গত ডিসেম্বরে জন্মদিনে স্মৃতির পাতা উলটে ছেলের ছোটবেলায় ফিরে গিয়েছিলেন করিনা। তৈমুরের প্রথম বার হাঁটতে শেখার একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

অপরদিকে গত বছরের ফেব্রুয়ারিতে ছোট ছেলে জাহাঙ্গীরের জন্ম দিয়েছেন করিনা। বছর শেষের সুখবরটাও এসেছিল তাঁর ছোট ছেলেকে জড়িয়েই। ছোট্ট জেহ এর একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। হাত পা ছুঁড়ে খেলায় ব‍্যস্ত সে। খিলখিল হাসির ফাঁকে মাড়িতে দুটো ছোট্ট ছোট্ট দুধের দাঁতও দেখা যাচ্ছে। আর তা দেখেই আহ্লাদে আটখানা করিনা। এটাই নাকি ২০২১ এ সবথেকে বড় উপহার তাঁর কাছে, জানিয়েছিলেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর