দু হাতে ভিক্টরি সাইন, জিভ ভেঙিয়ে বর্ষবরণ তৈমুরের, দস‍্যি ছেলের ছবি শেয়ার করলেন মা করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খানের (Saif Ali Khan) ছোট্ট পরিবারকে মাতিয়ে রাখে তাঁদের দুই পুত্র তৈমুর আলি খান (Taimur Ali Khan) এবং জাহাঙ্গীর আলি খান (Jehangir Ali Khan)। কয়েক বছরের ফারাক দুই ভাইয়ের মধ‍্যে। বড় জন সবে ছয়ে পা দিয়েছে। আদরের ‘টিম টিম’ এর নানান কাণ্ডকারখানার ছবি, ভিডিও মাঝে মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেন করিনা।

আপাতত সুইজারল‍্যান্ডে রয়েছেন ‘সইফিনা’। ২০২২ এর শেষ দিন কাটানোর সঙ্গে সঙ্গে বর্ষবরণও করেছেন সেখানে। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে বিলাসবহুল রিসর্টের একটি প্রাইভেট পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার কিছু ছবি সম্প্রতি শেয়ার করেছেন করিনা।


পার্টির অন‍্যতম আকর্ষণ ছিল তৈমুর। কালো স‍্যুট আর চোখে রেট্রো সানগ্লাস পরে দেখা গেল সইফিনার বড় ছেলের। জিভ বের করে দু হাতে ভিক্টরি সাইন দেখিয়ে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছে সে। খুদের জন‍্য ভার্চুয়ালি ভালবাসা পাঠিয়েছেন করিশ্মা কাপুর, মনীশ মালহোত্রা, মাহিপ কাপুররা।

করিনার পার্টি সাজও ছিল চোখ ধাঁধা। ঊরু ছাড়ানো হাই স্লিট সবুজ সিক‍্যুইনের গাউন, গলায় হার আর হাই হিলে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। সইফকেও দেখা গেল কালো টাক্সেডোতে। একটি ফ‍্যামিলি পিকচারও শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন করিনা।

https://www.instagram.com/p/Cm3pEzmIiWr/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে স্টারকিডদের জনপ্রিয়তা নিয়ে মন্তব‍্য করেছিলেন সইফ। তৈমুরও প্রচুর লাইমলাইট পায় তার বাবা মায়ের জন‍্য। আর এ ব‍্যাপারে তৈমুরও যথেষ্ট ওয়াকিবহাল। তাই তিনি এবং করিনা এখন থেকেই ছেলেকে সঠিক শিক্ষা দিচ্ছেন। তাঁরা শিখিয়েছেন সর্বসমক্ষে তৈমুর যেন ভাল আচরণ করে সবার সঙ্গে। আর ছেলেও নাকি বাবা মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে।

সইফের মতে, সেলিব্রিটিদের সন্তান হলেও আর পাঁচটা বাচ্চার সঙ্গে মিশতে হয় তাদের। তারাও চায় বন্ধু পাতাতে। কিন্তু সবসময় তাদের আলাদা করে দেখা হলে, তাদের পেছনে ক‍্যামেরা নিয়ে ঘুরঘুর করলে শৈশবটা স্বাভাবিক হয়না। তবে তিনি এটাও বোঝেন যে মিডিয়া সংষ্কৃতিটাই এমন।

সম্পর্কিত খবর

X