অভিনেত্রীদেরও সম্মান দেওয়া উচিত, সীতার চরিত্রের জন‍্য পারিশ্রমিক বাড়ানো নিয়ে যুক্তি করিনার

বাংলাহান্ট ডেস্ক: রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। উপরন্তু এই চরিত্রের জন‍্য পারিশ্রমিকও বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন তিনি। এ খবর প্রকাশ‍্যে আসা মাত্র সমালোচনার ঢেউ উঠেছিল নেটমহলে। ছেলে তৈমুরকে জড়িয়েও কটুক্তি করা হয়েছিল অভিনেত্রীকে। সীতার চরিত্রে করিনাকে মানা হবে না, প্রতিবাদে সোচ্চার হয়েছিল নেটপাড়া।

এবার সেই ট্রোলের প্রসঙ্গে বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকে পার্থক‍্য নিয়ে মুখ খুললেন বেগম সাহেবা। এখন অনেক অভিনেত্রীই পারিশ্রমিকে এই তারতম‍্যের বিরুদ্ধে সরব হচ্ছেন বলে মন্তব‍্য করেন বেবো। তাঁর কথায়, “কয়েক বছর আগে পর্যন্তও কোনো ফিল্মে মহিলা ও পুরুষের সমান পারিশ্রমিক পাওয়ার অধিকার নিয়ে কেউ কথা বলত না। এখন আমাদের মধ‍্যে অনেকেই এই বিষয়ে সুর চড়াচ্ছেন।”

Kareena Kapoor Khan 5
নিজের ব‍্যাপারে করিনা বলেন, “আমি কতটা কী চাই না চাই সেটা আমি প্রথমেই স্পষ্ট করে দিই। আমার মনে হয় সেই সম্মানটুকু দেওয়া উচিত। এটা দাবির প্রশ্ন নয়, এটা মহিলাদের প্রতি স্বাভাবিক সম্মান। পরিস্থিতি এখন বদলাচ্ছে বলে আমার মনে হয়।” তবে ইন্ডাস্ট্রিতে মহিলা পুরুষ সমান বেতনের অধিকার নিয়ে কথা বললেও সীতার চরিত্রে তিনি আদৌ অভিনয় করছেন কিনা তা নিয়ে কোনো মন্তব‍্য করেননি অভিনেত্রী।

মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল পরিচালক অলৌকিক দেশাই রামায়ণ নিয়ে একটি ছবি করতে চলেছেন। সীতার দৃষ্টিভঙ্গি থেকেই বলা হবে ছবির কাহিনি। সেই ছবিতেই সীতার ভূমিকায় অভিনয়ের জন‍্য প্রস্তাব গিয়েছে করিনার কাছে। এমনকি এই ছবির জন‍্য তিনি ১২ কোটি পারিশ্রমিকও নিয়ে নিয়েছেন বলে খবর ছড়ায়। অন‍্যান‍্য ছবির জন‍্য ছয় থেকে আট কোটি নিলেও এই ছবির জন‍্য নাকি করিনা পারিশ্রমিক বাড়িয়েছেন বলে দাবি করা হয়।

kareena kapoor khan quotes on taimur ali khan 1
এই খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। টুইটারে বয়কট করিনা খান ট্রেন্ড করতে শুরু করে। যদিও এই বিষয়ে পরিস্কার করে কখনো ‘হ‍্যাঁ না’ কিছুই না বললেও মুখ খোলেন ছবির চিত্রনাট‍্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। তাঁর দাবি, করিনাকে নাকি কখনোই সীতার চরিত্রের জন‍্য প্রস্তাব দেওয়া হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর