Brics Summit-র নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী, আফগানিস্তান ইস্যুতে বড় বয়ান মোদী-পুতিনের

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মধ্যমে ১৩ তম ব্রিকস শিখর সন্মেলনের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ব্রিকস-র ১৫ তম বর্ষপূর্তির অবসরে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করতে পারা আমার আর ভারতের জন্য খুব খুশির বিষয়। আজকের এই বৈঠকে আমাদের কাছে বিস্তৃত অ্যাজেন্ডা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিগত দেড় দশকে ব্রিকস অনেক উপলব্ধি হাসিল করেছে। আজ আমরা বিশ্বের উন্নত অর্থনীতির প্রভাবশালী আওয়াজ। উন্নয়নশীল দেশের পরিকাঠামোগুলিতে নজর টানার জন্য এই মঞ্চ সবথেকে উপযোগী।

ব্রিকস শিখর সন্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের রাষ্ট্রপতি সিরিল রামফোসা আর চিনের রাষ্ট্রপতি শি জিনপিং উপস্থিত ছিলেন। জিনপিংয়ের সম্মুখেই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আর সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা ব্রিকসে কাউন্টার টেররিসম অ্যাকশন প্ল্যান আপন করেছি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসবাদ আর ড্রাগস স্মাগলিংয়ের জায়গা হতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, ব্রিকস আগামী ১৫ বছরে আরও সমৃদ্ধশালী হোক। ভারত নেতৃত্বের জন্য যেই থিম নির্বাচিত করেছে, সেটা এই গ্রুপের মহৎ উদ্দেশ্যকে তুলে ধরে।

ব্রিকস সন্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আফগানিস্তান নিয়ে বড় বয়ান দিয়ে বলেছেন, আফগানিস্তানকে তাঁদের প্রতিবেশী দেশের জন্য বিপদ হতে দেওয়া যাবে না। পুতিন আফগানিস্তান সন্ত্রাসবাদ আর ড্রাগস স্মাগলিংয়ের আড্ডা হয়ে যেতে পারে বলে আশঙ্কা জাহির করেছেন।

পুতিন বলেছেন, আফগানিস্তানে আমেরিকার সেনা আর তাঁদের সহযোগীদের চলে যাওয়া একটি নতুন সঙ্কট সৃষ্টি করেছে। পুতিন জানান, এখনও এটা স্পষ্ট না যে আফগানিস্তান বৈশ্বিক আর আঞ্চলিক সুরক্ষাকে কতটা প্রভাবিত করবে। আমরা এই ইস্যুতে বিশেষ নজর রেখেছি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর