দুই সন্তানের মা হওয়ার পর ফের র‍্যাম্পে করিনা, ‘মোষ’ বলে কুৎসিত আক্রমণ নেটনাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল হওয়াটা জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। কারণে অকারণে বারংবার নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাঁকে। কখনো ছেলেদের নামের জন‍্য আবার কখনো নিজের ব‍্যবহার এর জন‍্য সমালোচনার সম্মুখীন হন করিনা। এমনকি বাড়ন্ত বয়স বা দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া নিয়েও নেটিজেনদের কুৎসিত ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী।

এবার ল‍্যাকমে ফ‍্যাশন উইকে র‍্যাম্প ওয়াক করেও ট্রোলড হলেন করিনা। বেশ অনেকদিন পর র‍্যাম্পে হাঁটতে দেখা গেল বেবোকে। ফ‍্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে এদিন হাঁটলেন করিনা। সাদা মারমেড গাউনে দেখা গেল করিনাকে। পোশাকটির সঙ্গে খুব ভাল ভাবে ফিট করে গিয়েছিলেন বেগম সাহেবা।


কিন্তু নেটিজেনদের একাংশ বিষ উগরে দিতে ছাড়েনি। পোশাক, মেকআপ, করিনা সবকিছুই নাকি জঘন‍্য। একজন লিখেছেন, ‘এতগুলো বাচ্চা। তার উপর কাজ নেই। খুব চেষ্টা করছেন তাও বাজেই দেখতে লাগছে’। এমনকি বুড়ি, মোষ বলেও আক্রমণ শানানো হয়েছে করিনার উদ্দেশে। তবে বরাবরের মতোই নেতিবাচকতাকে পাত্তা দেননি অভিনেত্রী।


তৈমুরের জন্মের আগে পূর্ণ গর্ভবতী অবস্থায় র‍্যাম্পে ক‍্যাটওয়াক করে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা। তারপর অনেকদিন র‍্যাম্প থেকে দূরেই ছিলেন তিনি। এদিন নিজের ওয়াক নিয়ে উচ্ছ্বসিত করিনা বলেন, “আমার দ্বিতীয় সন্তানের জন্মের পর মাত্র সাত মাস হয়েছে আর আজ র‍্যাম্প ওয়াক করে আমি খুব খুশি। ২০১৫ তে আমি গৌরবের জন‍্য হেঁটেছিলাম আর সেটা তৈমুর ও জেহ এর অনেক আগে ছিল। এখন দুই সন্তানের জন্মের পর আবার ওর জন‍্য হাঁটলাম।”

https://www.instagram.com/p/CU2vnFRos4C/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CU20ZaboeJL/?utm_medium=copy_link

খুব শিগগিরি আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে দেখা যেতে চলেছে করিনাকে। মাস কয়েক আগেই প্রকাশ‍্যে এসেছে তাঁর প্রথম বই করিনা কাপুরস প্রেগনেন্সি বাইবেল। আপাতত পরিবার ও টুকটাক ফটোশুট নিয়েই ব‍্যস্ত রয়েছেন বেগম সাহেবা।

X