কী সাহস! নিজেকে সীতার সঙ্গে তুলনা করিনার, পতৌদির বেগমকে ধুয়ে দিলেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড নায়িকাদের মধ্যে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) প্রায়ই সমালোচনার শিকার হন। তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে মাঝে মাঝেই ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। তবে তাতে করিনার (Kareena Kapoor Khan) বিশেষ ভ্রূক্ষেপ হয় বলে মনে করেন না নেটিজেনদের একাংশ। কারণ ট্রোলিংকে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। এবার নিজেকে সীতার সঙ্গে তুলনা করে ট্রোলের মুখে পড়লেন করিনা (Kareena Kapoor Khan)।

ফের বিতর্কে করিনা (Kareena Kapoor Khan)

সম্প্রতি একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর আসন্ন ছবি ‘সিংঘম এগেইন’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল। এই ছবিতে আবারো মুখ্য নায়িকার চরিত্রে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন করিনা (Kareena Kapoor Khan)। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানেই এমন মন্তব্য করে বসেন করিনা (Kareena Kapoor Khan) যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

আরো পড়ুন : ভুলে যান অম্বানিদের, নেটপাড়ায় ভাইরাল অমিতাভ জয়ার ৫১ বছরের পুরনো বিয়ের কার্ড! কোথায় হয়েছিল অনুষ্ঠান

সীতার সঙ্গে তুলনা করেন নিজেকে

অনুষ্ঠানে হঠাৎ করিনা (Kareena Kapoor Khan) বলে ওঠেন, রামায়ণে সীতা নেই তা হতে পারে না। তেমনি রোহিত শেট্টির ছবিতে করিনা কাপুর (Kareena Kapoor Khan) নেই এমনটাও কোনোদিন হতে পারে না। অভিনেত্রীর এহেন মন্তব্যেই ক্ষেপেছেন নেটিজেনরা। সীতার সঙ্গে নিজেকে তুলনা করার সাহস হয় কী করে করিনার (Kareena Kapoor Khan)! উঠছে এমন প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

আরো পড়ুন : ‘বেবি সিম্বা’, মেয়ের বয়স মোটে এক মাস, এখনই সন্তানের বলিউড ডেবিউয়ের ঘোষণা রণবীরের!

কী বলছেন নেটিজেনরা

একজন লিখেছেন, ‘এই কথার কোনো মানে হয়!’ আরেকজন লিখেছেন, ‘কী ভুলভাল বকছেন! কোথায় মা সীতা ভগবান, আর কোথায় এই মহিলা!’ আরেকজন রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘নিজেকে একদম মা সীতার সঙ্গে তুলনা করবেন না’।

Kareena Kapoor Khan

উল্লেখ্য, বছর কয়েক আগে গুঞ্জন ছড়িয়েছিল, করিনাকে (Kareena Kapoor Khan) নাকি মা সীতার ভূমিকায় দেখা যাবে রামায়ণ ছবিতে। সে সময়ও বিতর্ক তুঙ্গে উঠেছিল। অনেকে করিনার ভিন ধর্মে বিয়ে করার প্রসঙ্গ টেনে এনেও আক্রমণ শানিয়েছিলেন। তবে তারপর শোনা যায়, তিনি আদৌ অভিনয় করছেন না সীতার ভূমিকায়।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর