কারিনার রাহুলের রয়ের প্রতি গোপন ভালোবাসার কথা বললেন

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কারিনা কাপুরকে রেম্পে হাঁটতে দেখা যায় প্রায়ই। কখনো লাল বা কালো পোশাকে, তা দেখে মুগ্ধ হন নেটিজেনরা। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে কারিনা কাপুর বলেন,গোপনে ভালবাসতেন ‘আশিকি’-র অভিনেতা রাহুল রয়কে। রাহুল রয়ের জন্যই তিনি ‘আশিকি’ ৭-৮ বার দেখেছেন।

https://www.instagram.com/p/B1xpl9PpePV/?utm_source=ig_web_copy_link

করিনা কাপুর খানের ওই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে মুখ খুললেন রাহুল রয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন রাহুল রয়। সেখানে তিনি বলেন,”আমার সম্পর্কে করিনা যে ভাললাগার কথা উল্লেখ করেছেন, তা দেখে আমি অবিভূত। পাশাপাশি করিশ্মার কাপুরের সঙ্গে যেমন কাজ করেছি আমি, তেমনি ভবিষ্যতে করিনার সঙ্গেও কাজ করবো, এটাই আশা রাখি। করিনা যেন এইভাবেই সব সময় মোহময়ী থাকেন এবং ভাল কাজ করে যান”।

সম্পর্কিত খবর