খড়ের গোছা নিয়ে গোরুকে খাওয়াচ্ছে ছোট্ট তৈমুর, ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট মা করিনার

বাংলাহান্ট ডেস্ক: চার বছরে পা দিল তৈমুর আলি খান (taimur ali khan)। ২০১৬ তে করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খানের পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর। জন্মের পর থেকেই সবসময় লাইমলাইটে থেকেছে সে। বলিউডে তৈমুরের মতো উন্মাদনা সম্ভবত আর কোনো তারকা সন্তানকে নিয়ে হয়নি। এবার আদরের ‘টিম’ এর চার বছরের জন্মদিনে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন মা করিনা।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এদিন তৈমুরের একটি মিষ্টি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে দু হাতে খড়ের গোছা তুলে নিয়ে গোরুকে খাওয়াতে চলেছে তৈমুর। ভারী খড়ের গোছা তুলতে তার যে বেশ কষ্ট হচ্ছে তা তৈমুরের চোখ মুখ দেখেই স্পষ্ট।

831684 saifalikhan kareenakapoorkhan taimuralikhan worldcup2019
ক‍্যাপশনে করিনা লিখেছেন, ‘আমি এটা দেখে দেখে খুব খুশি যে মাত্র চার বছর বয়সে তোমার সব কাজে এত মনোযোগ, আগ্রহ। সে গোরুকে খড় খাওয়ানোই হোক না কেন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। কিন্তু চলার পথে বরফ চেখে দেখতে, ফুল তুলতে, লাফাতে ও কেক খেতে ভুলে যেও না। নিজের স্বপ্নের দিকে মাথা উঁচু করে ছুটে যাও। জীবনে যা তোমাকে আন্দ দেবে সব করো। কেউ তোমাকে আম্মার থেকে বেশি ভালবাসতে পারে না। শুভ জন্মদিন আমার টিম।’

সেই সঙ্গে বিভিন্ন বয়সের কিছু ছবি দিয়ে বানানো একটি ভিডিও শেয়ার করেছেন করিনা। জন্মদিনে ইতিমধ‍্যেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে তৈমুরের জন‍্য। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন তৈমুরের মাসি করিশ্মা কাপুর, ‘হটেস্ট আন্টি’ মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অমৃতা অরোরা, পিসি সোহা আলি খান, আরেক মাসি ঋদ্ধিমা কাপুর সহ আরো অনেকেই।

https://www.instagram.com/p/CJAaNn3pzNy/?igshid=1uki7bv8aztqi

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে তৈমুরের নাম নিয়ে ট্রোলিংয়ের বিষয়ে মুখ খোলেন করিনা। তিনি জানান, তাঁর ডেলিভারির পরপরই এক বিখ‍্যাত তারকা এসে তাঁর কাছে কৈফিয়ত চান তৈমুরের নাম নিয়ে। তাঁর কথা শুনে তিনি কেঁদেও ফেলেছিলেন বলে জানান করিনা।

সাক্ষাৎকারে করিনা বলেন, “উনি আমাকে ও আমার সন্তানকে হাসপাতালে দেখতে এসেছিলেন। তারপরেই উনি সোজা আমার কাছে এসে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমার কি হয়েছে? নিজের ছেলের নাম তৈমুর রেখেছো কেন?’ ডেলিভারির পরে আট ঘন্টাও কাটেনি। ওঁর কথা শুনে আমি কেঁদে ফেলি। ওঁকে চলে যেতে বলা হয়। তখন থেকেই আমি স্থির করে নিই কোনো ট্রোল সমালোচনাকে আর পাত্তা দেব না। ও আমার ছেলে। ও ভাল থাকলে আমরা ভাল থাকলেই হলো।”


Niranjana Nag

সম্পর্কিত খবর