টলোমলো পায়ে হাঁটতে গিয়েই ধপাস! তৈমুরের জন্মদিনে ছেলের প্রথম হাঁটার ভিডিও শেয়ার করলেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে আইসোলেশনে রয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। আলাদা বাড়িতে দুই ছেলেকে নিয়ে থাকছেন সইফ আলি খান। এতদিন ছেলেদের থেকে দূরে থাকায় মন খারাপ করিনার। উপরন্তু আজ আবার বড় ছেলে তৈমুরের (taimur ali khan) জন্মদিন। এই প্রথম বার ছেলের জন্মদিনে তাকে কাছে পাচ্ছেন না অভিনেত্রী। ভারাক্রান্ত মনেই সোশ‍্যাল মিডিয়ায় তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মা করিনা।

পাঁচে পা দিল সইফ করিনার আদরের ছেলে। ছোট থেকেই ইন্টারনেট সেনসেশন সে। বড় হয়েও এতটুকু জনপ্রিয়তা কমেনি তৈমুরের। এবারের জন্মদিনে স্মৃতির পাতা উলটে ছেলের ছোটবেলায় ফিরে গিয়েছেন। তৈমুরের প্রথম বার হাঁটতে শেখার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।


ভিডিওতে দেখা যাচ্ছে টলোমলো পায়ে হেঁটে এগিয়ে আসছে ছোট্ট তৈমুর। মুখে একগাল হাসি। হঠাৎ করেই টাল সামলাতে না পেরে ধপাস! মিষ্টি ভিডিওটি শেয়ার করে করিনা লিখেছেন, ‘তোমার প্রথম হাঁটা তোমার প্রথম পড়ে যাওয়া। কত গর্বের সঙ্গে আমি রেকর্ড করেছিলাম এটা।

এটা তোমার প্রথম আর শেষ পড়ে যাওয়া নয়। কিন্তু একটা কথা আমি নিশ্চিত জানি, তুমি সবসময় নিজেকে টেনে তুলবে, আরো বড় পদক্ষেপ নেবে আর মাথা উঁচু করে এগিয়ে যাবে। কারণ তুমি আমার ‘টাইগার’! শুভ জন্মদিন আমার হৃদস্পন্দন, আমার টিম টিম, তোমার মতো কেউ নেই আমার সোনা!’

https://www.instagram.com/reel/CXsWfT7IhKb/?utm_medium=copy_link

দুই বাড়ির একটিতে অভিনেত্রী নিজেকে আইসোলেশনে রেখেছেন। ওই বাড়ির ঠিক সামনেই অপর বাড়িটিতে সইফ তাঁর দুই ছেলেকে নিয়ে রয়েছেন। সন্তানদের দেখতে পাচ্ছেন না অভিনেত্রী। তাই তাঁর কাঁদোকাঁদো অবস্থা। দুদিন আগেই ইনস্টা স্টোরিতে করিনা লিখেছিলেন, ‘করোনা তোমাকে ঘৃণা করি… আমার সন্তানদের মিস করছি… কিন্তু তাড়াতাড়ি ঠিক হতেই হবে!’

X