কাপুর পরিবারের রাখি উৎসবে বিশেষ অতিথি আলিয়া, করিনা শেয়ার করলেন একগুচ্ছ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গতকাল ছিল রাখি (rakhi) বন্ধন উৎসব। দেশের সর্বত্র পালিত হয়েছে ভাই বোনের এই বিশেষ উৎসব। বলি তারকারাও যোগ দিয়েছেন এই উৎসবে। বাদ যাননি করিনা কাপুর খান (kareena kapoor khan) ও রণবীর কাপুরও। প্রতি বছরের মতো এই বছরেও কাপুর পরিবারে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। এবারে বিশেষ অতিথি ছিলেন আলিয়া ভাট (alia bhatt)।
এদিনের গেট টুগেদারের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন করিনা। সইফ আলি খান, তৈমুর, আরমান ও আদর জৈন সহ কাপুর ও জৈন পরিবারের সকলেই উপস্থিত ছিলেন এদিন। করিনার শেয়ার করা প্রথম ছবিতে দেখা গিয়েছে করিনা, রণবীর, ঋদ্ধিমা সহ সব ভাই বোনেদের। ছবিতে অংশ নিয়েছেন সইফও।


দ্বিতীয় ছবিতে দেখা মিলেছে আলিয়ার। কাপুর পরিবারের সঙ্গে তিনি যে বেশ মানিয়ে নিয়েছেন তা তাঁর হাসিমুখ দেখেই বোঝা যাচ্ছে। সেই সঙ্গে করিশ্মারও একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এদিনের গেট টুগেদারে উপস্থিত থাকতে পারেননি করিশ্মা।

https://www.instagram.com/p/CDbIoT3JJFl/?igshid=13eajvar07k94

তৈমুর এবং সোহা আলি খান ও কুনাল খেমুর মেয়ে ইনায়া নাওমি খেমুর খেলার ছবিও এসেছে প্রকাশ‍্যে। ভাই রণবীরের সঙ্গে সেলফি তুলে শেয়ার করেছেন ঋদ্ধিমা। সব মিলিয়ে রাখি যে বেশ জমজমাট কেটেছে কাপুর পরিবারের তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ‍্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই সব ছবি।

https://www.instagram.com/p/CDayqwTJBQa/?igshid=vcum0dxmvl1k

https://www.instagram.com/p/CDa_rA-HhDT/?igshid=kt4crmg54c42

https://www.instagram.com/p/CDa6eRDpeSm/?igshid=1f74ixwacmc7c

অপরদিকে সইফের প্রথম পক্ষের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম রাখি পালন করেছে একটু ভিন্ন ভাবে। এদিন সোশ‍্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করেন সারা। সেখানে ভাই ইব্রাহিমের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁকে।

সম্পর্কিত খবর

X