মানুষকে মানুষ বলে গণ‍্য করেন না! নিরাপত্তারক্ষীর সঙ্গে অভদ্র আচরণের জন‍্য করিনাকে তুলোধনা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল হওয়াটা জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। কারণে অকারণে বারংবার নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাঁকে। এমনিতেই ইন্ডাস্ট্রিতে ‘অহংকারী’ বলে বদনাম রয়েছে করিনার। বেগম সাহেবার অভদ্র ব‍্যবহারের কথাও উল্লেখ করেছেন অনেক অনুরাগী। এবার সেই কারণেই একপ্রস্থ ট্রোলড হলেন করিনা।

সম্প্রতি অভিনেত্রীর একটি ফ‍্যান পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানে একজন নিরাপত্তারক্ষীর প্রতি তাঁর ব‍্যবহার দেখে চটেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে একটি কাপ নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন করিনা। তখনি অভিনেত্রীকে দেখে অভিবাদন করেন কর্তব‍্যরত নিরাপত্তারক্ষী।


কিন্তু তাঁকে কোনো উত্তর দেওয়া তো দূর, উলটে অন‍্য দিকে মুখ ঘুরিয়ে নেন করিনা। ভিডিওটা দেখা মাত্র সমালোচনার তীরে অভিনেত্রীকে বিদ্ধ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। সকলেরই বক্তব‍্য, অত‍্যন্ত অহংকারী এবং অভদ্র করিনা। মানুষের সঙ্গে কেমন ব‍্যবহার করা উচিত সেটা জানেন না তিনি। একজন কটাক্ষ করেছেন, এর দ্বারাই বোঝা যায় করিনা কতটা নীচু মনের মানুষ। এরপরেই বন্ধ করে দেওয়া হয় পোস্টের কমেন্ট সেকশন।

https://www.instagram.com/reel/CUeQRz_js3d/?utm_medium=copy_link

এর আগেও বহুবার নেটিজেনদের ব‍্যাডবুকে নাম লিখিয়েছেন করিনা। অভিনেত্রীর বই করিনা কাপুর খানস প্রেগনেন্সি বাইবেলে প্রথমবার প্রকাশ‍্যে আসে তাঁর ছোট ছেলের নাম আসলে জাহাঙ্গীর। এরপরেই তারকা দম্পতির উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। এখানেই শেষ নয়, সীতার চরিত্রে তাঁর অভিনয়ের গুঞ্জন উঠতেও ট্রোল হয়েছিলেন তিনি।

X