কাকা ঋষি কাপুরের প্রয়াণের দুদিন পরেই সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যস্ত করিনা, তুমুল সমালোচনা নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: ঋষি কাপুরের (Rishi kapoor) মৃত‍্যুর দুদিন ও হয়নি, এর মধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েছেন! এমন ভাবেই নেটিজেনদের সমালোচনার (troll) শিকার হয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। ছেলে তৈমুরের চুল কাটার ছবি শেয়ার করেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। কাকার মৃত‍্যুতে আদৌ তাঁর দুঃখ হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

831684 saifalikhan kareenakapoorkhan taimuralikhan worldcup2019
৩০ এপ্রিল প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তিনি ছিলেন করিনার বাবা রণধীর কাপুরের আপন ভাই অর্থাৎ সম্পর্কে অভিনেত্রীর কাকা। তাঁর প্রয়াণের দুদিনের মাথায় নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন বেবো। সেখানে দেখা গিয়েছে ছোট্ট তৈমুরের চুল কেটে দিচ্ছেন বাবা সইফ আলি খান।

https://www.instagram.com/p/B_r0TPGJ6Eq/?igshid=1p6k4dmasuq51

এই ছবির জন‍্যই ফের নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে করিনাকে। অনেকে মন্তব‍্য করেছেন, দুদিন আগেই আপনার পরিবারে একজনের মৃত‍্যু হয়েছে আর আপনি এখন সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যস্ত। অনেকে প্রশ্ন করেছেন আদৌ কি করিনা শোকাহত ঋষির প্রয়াণে। তবে এই বিষয়ে কোনও মন্তব‍্য করেননি করিনা।

IMG 20200504 WA0003
অভিনেতার মৃত‍্যুর পর আরও একটি ছবি শেয়ার করেছিলেন করিনা। সেখানে একই ফ্রেমে ধরা পড়েছেন ঋষি কাপুর ও মনসুর আলি খান পতৌদি। এছাড়াও ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোটবেলার ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B_mWnoWJaRh/?igshid=1gvnkdn50yb1l

https://www.instagram.com/p/B_owlG3pW0_/?igshid=libpjh8qeprl

প্রসঙ্গত, ৩০ এপ্রিল সকালে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আগের দিন রাতেই অসুস্থ ঋষি কাপুরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সকালেই আসে তাঁর মৃত‍্যু সংবাদ। ভাই রণধীর কাপুর ভারাক্রান্ত হৃদয়ে প্রথম শোনান এই খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর