সৎ মেয়ে হলেও ভালবাসা কম নেই, সারার জন্মদিনে সইফের সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাবার বিয়ে দেখার ভাগ‍্য সবার হয় না। এক্ষেত্রে ব‍্যতিক্রম সারা আলি খান (Sara Ali Khan)। তিনি শুধু বাবা সইফ আলি খানকে (Saif Ali Khan) দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতেই বসতে দেখেননি, উপরন্তু দু দুজন সৎ ভাইও পেয়েছেন। প্রথমে তৈমুর আলি খান আর এখন জাহাঙ্গীর। দুই ছোট সৎ ভাইয়ের সঙ্গে অবশ‍্য ভালোই মিলমিশ হয়ে গিয়েছে সারার।

অমৃতা সিং ও সইফের মেয়ে হলেন সারা। চার ভাইবোনের মধ‍্যে সবার বড় তিনিই। অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যখন সইফ আবার করিনাকে বিয়ে করেন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা। নিজে স্বামীর দ্বিতীয় পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক না রাখলেও ছেলে মেয়েকে বাধা দেননি অমৃতা। করিনাকে নাম ধরে বা ‘কে’ বলে ডাকেন সারা। সময় পেলে প্রায়ই বাবা ও সৎ মায়ের বাড়িতে আড্ডা দিতে পৌঁছে যান তিনি। তৈমুর, জেহ এর জন্মদিনে আমন্ত্রণ থাকে সইফের প্রথম পক্ষের সন্তানদের। সারার সঙ্গে বন্ধুর মতোই মেশেন করিনা।


সৎ মেয়ের ২৭ তম জন্মদিন ভোলেননি বেবো। সইফের সঙ্গে সারার একটি পুরনো ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। ছবিটি সারার ছোটবেলার। সইফও তখন তরুণ। মেয়ের নাকের উপরে চুমু খেতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সারা! আজ অবাধ পিৎজা আর কেক তোমার জন‍্য।’ পালটা ধন‍্যবাদও জানিয়েছেন সারা।

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন সারা। বার্তা এসেছে আগামী ছবির সহ অভিনেতা ভিকি কৌশলের তরফ থেকে। অনন‍্যা পাণ্ডে এব‌ং প্রিয় বান্ধবী জাহ্নবী কাপুরও মিষ্টি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সারার জন‍্য। নিজেকেও নিজে বার্তা দিয়েছেন অভিনেত্রী। শরীর, মন আর আত্মার জন‍্য ওয়ার্কআউট করতে ভুলে গেলেও নিজেকে ভালবাসতে যেন না ভোলেন, নিজেকেই নিজে মনে করিয়ে দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X