বাংলাহান্ট ডেস্ক: জন্মের আগে থেকেই যাকে নিয়ে উত্তেজনা চরমে সে যে জনপ্রিয়তার শিখরে উঠবে তা নিয়ে মতবিরোধ থাকতে পারে না। বলিউডের হেভিওয়েট তারকা দম্পতি করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খানের ছোট ছেলে, যার নাম বিতর্ক নিয়েই দুভাগে ভাগ হয়ে গিয়েছে নেটজনতা! জাহাঙ্গীর (jehangir) ওরফে ছোট্ট জেহ, মুখ প্রকাশ্যে আনার পরেই ছোট ছেলেকে ধীরে ধীরে ক্যামেরা ফ্রেন্ডলি করছেন মা করিনা।
অবশ্য এই একটি বিষয়ে দাদা তৈমুরের থেকে কোনো অংশেই আলাদা নয় জেহ। তৈমুর জন্মের পর মুহূর্ত থেকেই কার্যত ক্যামেরার ঝলকানির সামনে বেড়ে উঠেছে। পাপারাৎজির সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল সে। আর চিত্র সাংবাদিকরাও তার উৎসাহ বেশ পছন্দ করত। ফলে ভাইরাল হতে সময় নেয়নি তৈমুর। তবে বড় হতে এখন তার ব্যবহারে দেখা গিয়েছে উলটপুরাণ। ক্যামেরা তার এখন একেবারে না পসন্দ।
কিন্তু জেহকে দেখে আবারো তৈমুরের ছোটবেলার কথা মনে পড়তে বাধ্য। চেহারায় মিল তেমন না থাকলেও জাহাঙ্গীরও ক্যামেরা দেখলেই তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। সম্প্রতি পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল তেমনি দৃশ্য। মায়ের কোলে চেপে সাংবাদিকদের দর্শন দিতে এসেছিলেন ছোট্ট জেহ। পরনে তার নীল বেবিসুট। মিষ্টি জাহাঙ্গীরের এক ঝলক ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।
https://www.instagram.com/p/CTRAJ71ImTI/?utm_medium=copy_link
সম্প্রতি মালদ্বীপ থেকে ছোট ছেলের জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেন করিনা। জেহকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নীল হাফপ্যান্ট পরে রয়েছে ছোট্ট জাহাঙ্গীর। অন্যদিকে কালো গোলাপি বিকিনিতে করিনা। শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসা, আনন্দ আর সাহসে পরিপূর্ণ থাক তোমার জীবন।’ কমেন্ট বক্সে ছোট্ট জেহকে আদর দিয়েছেন আলিয়া ভাট, নেহা ধুপিয়া, মণীশ মালহোত্রারা।