লাল বেনারসিতে যেন বাঙালি বধূ, দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন ‘করিশমা কা করিশমা’র ঝনক

বাংলাহান্ট ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি শো ‘করিশমা কা করিশমা’র ছোট্ট মেয়েটিকে মনে আছে? আর ‘কাল হো না হো’র ছোট্ট জিয়া শর্মা? পুতুল পুতুল দেখতে মেয়েটি রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় উঠেছিল এই দুই সিরিয়াল এবং সিনেমার হাত ধরে। সেই শিশুশিল্পী ঝনক শুক্লা (Jhanak Shukla) সম্প্রতি বাঁধা পড়লেন সাত পাকে। ঝনকের (Jhanak Shukla) বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন শিশুশিল্পী ঝনক (Jhanak Shukla)

১২ ই ডিসেম্বর বিয়ে সেরেছেন ঝনক (Jhanak Shukla)। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশী। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। অবাঙালি হলেও বিয়ের দিন ঝনকের (Jhanak Shukla) সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। লেহেঙ্গার বদলে এদিন তিনি বেছে নিয়েছিলেন লাল টুকটুকে বেনারসি শাড়ি আর সোনার গয়না। সঙ্গে মাথায় লাল ওড়না। পাশে স্বপ্নিলকে দেখা গেল অফ হোয়াইট শেরওয়ানিতে।

Karishma kaa karishma fame jhanak shukla got married

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবি: ঝনকের (Jhanak Shukla) বিয়ের ফটোগ্রাফারের তরফে শেয়ার করা হয়েছে ভিডিও এবং ছবি। ভিডিওতে অভিনেত্রীর মা সুপ্রিয়া শুক্লাকে দেখা গিয়েছে আবেগঘন হয়ে পড়তে। তিনি নিজেও একজন অভিনেত্রী। ‘কুণ্ডলী ভাগ্য’ সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন : শাড়ি ভিজে গিয়েছে রক্তে, যন্ত্রণায় হাউহাউ করে কান্না রূপাঞ্জনার! এ কী অবস্থা অভিনেত্রীর?

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান: প্রসঙ্গত, ঝনক শুক্লা (Jhanak Shukla) প্রথম অভিনয় করেন জনপ্রিয় টিভি শো ‘সোন পরী’ সিরিয়ালে। তবে তিনি সবথেকে বেশি খ্যাতি পেয়েছিলেন কাল হো না হো এবং করিশমা কা করিশমা থেকে। টেলিভিশন শোটি সে সময়ে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিল। প্রত্যেক ঘরে ঘরে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন ঝনক (Jhanak Shukla)। পরবর্তীতে ‘ডেডলাইন: সিরফ ২৪ ঘন্টে’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

আরো পড়ুন : বাংলাদেশে পাক শিল্পীদের রমরমা, ভারত বিরোধিতার মাঝেই ওপার বাংলায় বিনামূল্যে কনসার্ট রাহাত ফতেহ আলি খানের

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও বড় হতেই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন ঝনক। তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা মা তাঁকে বলেছিলেন পড়াশোনায় মন দিতে। স্নাতকের পর চাইলে আবার অভিনয়ে ফিরতে পারেন তিনি। তাই বাবা মায়ের কথা মতো পড়াশোনাতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন ঝনক। কিন্তু গ্রাজুয়েশন শেষ হতে হতে অভিনয়ের প্রতি আগ্রহটা চলে যায় তাঁর। এমবিএ করে মার্কেটিং এ মাস্টার্স করেন ঝনক। অভিনয়ে ফেরার বিষয়ে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর