৪৫ এ পা, জন্মদিন কেমন কাটালেন কারিশমা?

 

বাংলা হান্ট ডেস্ক:এই মুহূর্তে বিদেশেই স পরিবারে ছুটি কাটাচ্ছিলেন লোলো। তাই বিদেশেই এইবারের জন্মদিন সেলিব্রেট করলেন লোলো।লন্ডনেই চুটিয়ে জন্মদিন পালন করলেন করিশ্মা।

সেখানে করিশ্মার জন্মদিন পালন করতে হাজির প্রিয় বান্ধবিরা।করিশ্মার জন্মদিন সেলিব্রেশনে হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা সিং অরোরা। ইনস্টাগ্রামে সেই সকল ছবি পোস্ট ও করেছেন এই বলি তারকারা।

616ad img 20190625 wa0022

দিদির জন্মদিনের পার্টিতে বোন সেলিব্রেশন থাকবেনা তা কী হয়?! আগেই নাইট পার্টিতে দেখা গেছে করিনা, করিশ্মা, সইফকেও।

সোশাল মিডিয়াতে বন্ধু ও অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মাধুরী দীক্ষিত নেনে।সোনম কাপুর আহুজা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা।

প্রসঙ্গত, এই বছর ৪৫ বছরে পা দিলেন লোলো।

 

সম্পর্কিত খবর