গোলাপী রঙের অন্তর্বাস পরে বাথরুমে ফটোশুট করলেন করিশ্মা, ভাইরাল সেই ছবি

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে প্রতিটা দিনই গ্ল্যামারাস। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নায়ক বা নায়িকার ছবি উঠে আসে সংবাদ শিরোনামে। আর বলা বাহুল্য চোখের পলকে সেগুলো হয়ে যায় ভাইরাল। এমনই একজন অভিনেত্রী হলেন করিশ্মা শর্মা। এখন খুব একটা ছবিতে দেখা না গেলেও নেটদুনিয়ায় রীতিমতো জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

Model Karishma Sharma HD Mobile Wallpaper 950x1689 1

নিজের ইনস্টা হ্যান্ডেলে মাঝেই মাঝেই নানা ছবি শেয়ার করেন নেহা। সেই সব ‘হট’ ছবি দেখে রাতের ঘুম ছুটে যায় নেটিজেনদের। তুমুল ভাইরালও হয় সেই সব ছবি। সম্প্রতি আরও একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। গোলাপী রঙের অন্তর্বাস পরে ছবি শেয়ার করেছেন করিশ্মা। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপী রঙের অন্তর্বাস পরে ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে মাথায় পড়েছেন একটি টুপি। ছবি দেখে বোঝা যাচ্ছে, বাথরুমে ফটোশুট করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B9hJ7fjln1K/

ইতিমধ্যেই ১ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। আসলে এই ছবিটি বেশ পুরোনো। গৃহবন্দি থাকায় নতুন কোনও ফটোশুট করতে পারছেন না অভিনেত্রী। তাই পুরোনো ছবিই ভাইরাল হয়েছে ফের। এখনও একই রকম জনপ্রিয় রয়েছে এই ছবি। প্রচুর মানুষ শেয়ার করেছেন নেহার ছবি।

https://www.instagram.com/p/B9Q42w_lRJ5/

প্রসঙ্গত, শেষবার রাগিনি এমএমএস টু ও পেয়ার কা পঞ্চনামা টু ছবিতে দেখা গিয়েছে দেখা গিয়েছে করিশ্মাকে। তবে এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে সব ছবির শুটিং। আইসোলেশনে রয়েছেন সব তারকারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর