বাংলাহান্ট ডেস্ক : বাংলায় দিন দিন বেড়েই চলেছে বেকার যুবকের সংখ্যা। তাই, যুবকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বড় প্রকল্প হাতে নিয়েছে। আর এই প্রকল্পের নাম ‘কর্ম সাথী’ (Karma Sathi Scheme) । ২০২০ সালের এই প্রকল্পে রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যাদের চাকরি হয়নি।
এই প্রকল্পে রাজ্য সরকার সহজ শর্তে ঋণ দেবে। সেই সঙ্গে ‘কর্ম সাথী’ প্রকল্পে আরও কিছু সুবিধাও পাওয়া যায়। এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্মে এবং পদ্ধতিতে আবেদন করতে হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের বেকার যুবকদের ক্ষুদ্র শিল্প বা ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করা। মুখ্যমন্ত্রীর কথায়, “এই প্রকল্পে ঋণ এবং সাবসিডি পেয়ে রাজ্যের প্রায় ১ লাখ যুবক স্বনির্ভর হতে পারবেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, “কর্মসাথী প্রকল্পে একজন ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তাতে যুবকরা নিজেদের ইচ্ছা এবং পছন্দ মতন ব্যবসা শুরু করতে পারবেন। তারা ব্যবসা করলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সহায়তাও পাবেন।” পাশাপাশি তার আরোও সংযোজন, “কর্মসাথী প্রকল্পে ঋণ এবং আর্থিক সহায়তা করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
জানা গিয়েছে, রাজ্যের সমবায় ব্যাঙ্ক থেকেই এই ঋণ দেওয়া হবে। এই ঋণ পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। তারপরে কারা এই সুবিধা পাবেন তা বেছে নেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যিনি ঋণ নেবেন তাঁকে রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
কর্মসাথী প্রকল্পে কীভাবে আবেদন?
রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে গিয়ে ‘স্কিম’-এর ওপর ক্লিক করুন।Karma Sathi prakalpa scheme খুললে তাতে একটি ফর্ম আসবে। ফর্মটি নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করুন। সব নথি আপলোড করে সাবমিট করুন। নিজের মোবাইল ফোন বা স্থানীয় সাইবার ক্যাফেতে গিয়ে একাজ করতে পারেন। আবেদনকারীকে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। কাজ শুরু করলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সহায়তাও মিলবে।