কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ইয়েদুরাপ্পা, এক সপ্তাহ পর হবে ফ্লোর টেস্ট

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের বিজেপি সভাপতি বি.এস ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের রাজ্যপাল বজুভাই বালা মুখ্যমন্ত্রী পদে শপথ দেওয়ালেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য রাজ্যপাল ভবনে যান। তাঁর আগে তিনি ব্যাঙ্গালুরুতে বিজেপির কার্যালয়ে পৌঁছান। ইয়েদুরাপ্পা ব্যাঙ্গালুরুর কডু মল্লেশ্বর মন্দিরে প্রার্থনা করেন। এর আগে তিনি সরকার বানানোর দাবি পেশ করার জন্য রাজ্যপালের সাথে দেখা করেছিলেন। রাজ্যপাল ওনাকে শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার অনুরোধ করেছিলেন। তখন ইয়েদুরাপ্পা বলেছিলেন, যেহেতু তিনি বিরোধী দলের নেতা, সেহেতু বিধায়ক দলের বৈঠক ডাকার কোন দরকার নেই।

YEDU

এর আগে বিজেপি নেতা জগদীশ শোট্টার, অরবিন্দ লিম্বাবলি, মধুস্বামী, বসবরাজ বোম্মাই আর ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র সমেত বিজেপির নেতারা বৃহস্পতিবার নয়া দিল্লীতে বিজেপি সভাপতি অমিত শাহ-র সাথে দেখা করেন। শোনা যাচ্ছে যে, কর্ণাটক বিজেপির নেতারা দিল্লীতে গিয়ে অমিত শাহ-র সাথে কর্ণাটকের সরকার গঠন নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভার স্পীকার কে.আর রমেশ তিন কংগ্রেস বিধায়ককে দল বদল আইন অনুযায়ী অযোগ্য ঘোষণা করেছেন। এবার কংগ্রেসের ওই তিন বিধায়ক ২০২৩ সাল পর্যন্ত নির্বাচনে লড়তে পারবেন না।

কর্ণাটকে কংগ্রেস – জেডিএস জোট সরকার ১১৬ জন বিধায়ক নিয়ে ১৪ মাস সরকার চালায়। ১লা জুলাই কংগ্রেসের দুই বিধায়কের ইস্তফার পর বিগত ২৩ দিন ধরে কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই ফ্লোর টেস্টের তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু বার বার হাঙ্গামার জন্য ফ্লোর টেস্ট হচ্ছিল না। গত মঙ্গলবার ফ্লোর টেস্টে হেরে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী ইস্তফা দেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর