কর্নাটকে সরকার গঠনের পথে বিজেপি

বাংলাHunt :কর্নাটকে কি সরকার গঠন করবে সেই নিয়ে এখনো টালমাটাল চলছে। আজ কর্ণাটক বিধানসভা কুমারস্বামী অগ্নিপরীক্ষা এবং একশোর বেশি বিধায়ক নেই দাবি ইয়েদুরাপ্পার।

কর্নাটকে বিজেপি একটু জন্য সরকার করতে পারেনি, সেই পরিপ্রেক্ষিতে জোট সরকার গড়েছিল কিন্তু রাজ্যে ফের অচল অবস্থা চলছে কর্নাটকে।

সুপ্রিম কোর্টের রায় শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেই দিকে তাকিয়ে কর্নাটকের মানুষ। বিজেপির দাবি তারা সরকার গঠন করবে এবং তাদের সাথে একাধিক বিধায়ক যোগাযোগ করছে কিন্তু তা মানতে নারাজ কর্নাটকের জোট সরকার, তাদের দাবি বিজেপি পরিকল্পনা এবং ভয় দেখিয়ে তাদের বিধায়কদের দলে টানার চেষ্টা করছে।

Karnataka crisis 630 630এদিকে বিজেপি জানিয়েছে তাদের কাছে ১১০টির বেশি রয়েছে এবং তারা সরকার গঠনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন দেখার বিষয় কর্নাটকে শেষ পর্যন্ত কে হাসি হাসে বিজেপি নাকি জোট সরকার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর