বাংলাহান্ট ডেস্কঃ স্ট্যাচু অফ ইউনিটির আদলে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি স্থাপন করতে চাইছে এবার কর্নাটক (Karnataka) সরকার। প্রায় তিন একর জমির উপর তৈরি করা হবে ১২০ ফুট উচ্চতা বিশিষ্ট বিবেকানন্দের মূর্তি। সেই মতো রাজ্যের আবাসনমন্ত্রী ভি সোমান্না জানিয়েছেন, বান্নেরঘাট্টা ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০ কিমি দূরে মুথালিয়া মাদুভি জলপ্রপাতের পার্শ্ববর্তী অঞ্চলে বসতে পারে এই বিশালাকার মূর্তি।
আপত্তি জানাল কংগ্রেস
২০১৮ সালে গুজরাটের জলা ভূমিতে ৫৯৭ ফুট দীর্ঘ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির অনুকরণে এবার বসতে চলেছিল স্বামী বিবেকানন্দের মূর্তি। কিন্তু কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানাল কংগ্রেস। আগামী ১৫ দিনের মধ্যে পুরো প্রকল্পের পূর্ণ প্ল্য়ানিং, বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ করা হবে বলেও জানিয়ে দিয়েছিলেন রাজ্যের আবাসনমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে কংগ্রেসের মতোই এই কাজে আপত্তি জানাল পরিবেশবিদরা।
সরকারের এই সিদ্ধান্ত অবাঞ্ছিত বলল কংগ্রেস
বর্তমান সময়ে সঠিক বিষয়ের উপর গুরুত্ব না দিয়ে, ভুল বিষয়ের উপর প্রাধান্য দিচ্ছে কর্নাটক সরকার, এমনটা অভিযোগ করছেন কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। করোনা সংকটের মধ্যবর্তী পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত একেবারেই গ্রহনযোগ্য নয়, বরং অবাঞ্ছিত বলেও জানালেন তিনি। পাশপাশি বললেন, এই সময় সরকারের উচিত পরিযায়ী লোকজন, কৃষক, শ্রমিক এদের কথা চিন্তা করা। কিন্তু মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa) এখনও অবধি রাজ্যের কৃষকদের নিয়ে একটিও বৈঠোক তো করেননি, এবং তাঁদের কাছে অর্থও পৌঁছায়নি।
সম্মতি দিল না পরিবেশবিদরাও
সরকারের এই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে পরিবেশবিদরাও। তাঁদের দাবী, এই মূর্তি স্থাপনে জমির চরিত্রগত পরিবর্তন দেখা দিতে পেরে। এমনকি বেগুর লেকে যেকোনো রকম কাজকর্মে সাম্প্রতিক হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে, সেকথাও জানালেন তারা।