বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দেশে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত বিতর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে আর এর মাঝেই কর্ণাটকের জনপ্রিয় এক মসজিদকে ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়ে পড়ল। এদিন নরেন্দ্র মোদি চিন্তা মঞ্চ নামক এক সংগঠন দাবি করে যে, কর্ণাটকের শ্রীরঙ্গপাটনায় যেখানে জামিয়া মসজিদ গড়ে উঠেছে, সেখানে পূর্বে একটি হনুমান মন্দির ছিল আর তাই বর্তমানে সেখানে হিন্দুদের প্রার্থনা করার দাবি জানিয়ে মান্ডিয়া জেলা প্রশাসনের কাছে গিয়েছে তারা।
এদিন মসজিদের ভিতর হিন্দুদের পুজো দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা করে নরেন্দ্র মোদি চিন্তা মঞ্চের কর্মীরা। সংগঠনের প্রধান মঞ্জুনাথ বলেন, “আমাদের কাছে একাধিক তথ্য রয়েছে, যা প্রমাণ করে যে অতীতে এখানে হনুমান মন্দির ছিল। এটির প্রমাণ হিসেবে পার্সিয়ার রাজাকে লেখা টিপু সুলতানের চিঠিও রয়েছে আমাদের কাছে। এছাড়াও এর দেওয়াল গুলিতে হিন্দু শিলালিপির চিহ্ন থাকা আমাদের দাবিকেই সত্য প্রমাণ করে। আমরা চাইছি প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা মসজিদের ভিতর পর্যবেক্ষণ করার মাধ্যমে আসল সত্য সবার সামনে উঠে আসুক।”
সম্প্রতি কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেন, “কর্ণাটকের জামিয়া মসজিদ গড়ে ওঠার আগে এখানে একটি মন্দির ছিল।” তিনি আরো জানান, “মুঘলরা ভারতে এসে এখানকার বহু মন্দির ভেঙে দিয়ে যায়। আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে সমস্ত মন্দির ফিরিয়ে আনবো।” ফলে, জ্ঞানবাপী বিতর্কের মাঝে কর্ণাটকের জামিয়া মসজিদ ঘিরে আবারো নতুন এক বিতর্ক দানা বাধতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।