বাংলা হান্ট ডেস্ক : মহাবিপাকে কংগ্রেস (Congress)! কর্ণাটক বিধানসভার নির্বাচনের (Karnataka Bidhansabha Election 2023) ফল বেরিয়েছে দিন কয়েক আগেই। বিজেপিকে (Bharatiya Janata Party) হারিয়ে ক্ষমতায় দখল করেছে কংগ্রেস। এবার প্রতিশ্রুতি মেটানোর পালা। নির্বাচনের আগে কংগ্রেস ঘোষণা কর, যদি তারা ক্ষমতায় আসে, তা হলে কর্ণাটকবাসীদের ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সরকার গঠন হতে না হতেই বিনামূল্যে বিদ্যুতের দাবি উঠে গেল রাজ্যের বেশ কয়েকটি গ্রামে।
চিত্রদুর্গ, কালবুর্গি, কোপ্পাল জেলার গ্রামগুলিতে বিদ্যুৎ দফতরের কর্মীরা মিটার রিডিংয়ের পর যখন বিল ধরিয়ে দেয় গ্রামবাসীদের হাতে, তাঁরা দাবি করেন, এই বিলের টাকা মেটাবেন না। কারণ কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। তা হলে আবার বিল কেন?
এক স্থানীয় গ্রামবাসী বলেন, ‘আমরা কেন বিলের টাকা মেটাব? বিলের টাকা মেটাবেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার। ওঁরা তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিদ্যুতের বিলের টাকা আর দিতে হবে না। তবে এখন কেন চাওয়া হচ্ছে? ভোটযন্ত্রের বোতাম যখন টিপেছিলাম, তখনই থেকেই স্থির হয়ে গিয়েছিল আমরা এ বার থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাব!’
কোপ্পাল জেলার অপর এক গ্রামবাসী বলেন, ‘আমার বিদ্যুৎ বিল আমি দেব না। আমাদের কেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে? তা হলে এখন কেন বিদ্যুতের বিলের টাকা চাওয়া হচ্ছে? কংগ্রেস ক্ষমতায় আসতেই বিনামূল্যে বিদ্যুতের বিষয়টি পাকা হয়ে গিয়েছে। এখন আমাদের সামনে যা-ই আসুক না কেন, বিলের টাকা আমরা মেটাব না।’
জানা যাচ্ছে, বিদ্যুৎকর্মীদের সঙ্গে দল বেঁধে বচসায় লেগে গিয়েছেন চিত্রদুর্গা জেলার ওই গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে নতুন সরকার গঠন হওয়ার পর নির্দেশিকা পাস হলেই এ বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব। ততদিন পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হবে সকলকেই। কিন্তু কে কার কথা শোনে।