বাংলাহান্ট ডেস্কঃ কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরের করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৮ জন পুলিশ। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। আর এর থেকে মুক্তি পেতে, পুলিশ কর্মচারীরা যাতে সুস্থ থাকেন, এই ভাইরাসের কোপে না পড়েন সেই জন্য ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার ভাস্কর রাও (Bhaskar Rao) একটি নির্দেশ জারি করেছেন। তিনি বলেন যে, পুলিশ যদি কোনও অভিযুক্ত বা অপরাধীকে গ্রেপ্তার করার পর পুলিশ কর্মীরা যেন প্রথমে স্নান করেন এবং পাবলিক টয়লেটে তাদের পোশাক বদলে তারপর যেন থানায় আসেন। পাশাপাশি অপরাধীদেরও স্নান করিয়ে তবেই থানায় নিয়ে আসা হবে।
জানা গিয়েছে, ব্যাঙ্গালোরের করোনার কারণে দু’জন পুলিশ সদস্য মারা গিয়েছেন। এ সম্পর্কে পুলিশ কমিশনার বলেছেন যে, যেখানেই সম্ভব সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে তাকে স্নান করে তবেই থানায় নিয়ে আসা হবে। এছাড়া থানায় নিয়ে আসা সন্দেহভাজন ব্যক্তিকে করোনা পরীক্ষা করা হবে। তার রিপোর্ট আসার আগে কেউ তার কাছে যাবে না।
ভারতে গত ২৪ ঘন্টার মধ্যে করোনার ভাইরাসের ১৪,৮২১ টি নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ৪৪৫ জন মারা গিয়েছে। দেশে করোনার রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৫,২৮২, যার মধ্যে ২,৩৭,১৯৬ জন এখনও করোনায় আক্রান্ত। এবং ১৩,৯৯৯ জন মারা গেছেন।
মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার সভাপতিত্বে জরুরি সভা আয়জন করা হয়েছে।।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার বেঙ্গালুরুতে ক্রমবর্ধমান করোনার মামলা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভাগগুলির একটি জরুরি সভা আয়োজন করেছেন।