পুজোর মরসুমে সুখবর! অবশেষে DA বাড়ানো হল রাজ্য সরকারি কর্মীদের, খুশিতে আত্মহারা সকলে

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আবহে ফের সুখবর। কেন্দ্র সরকারের পথ অনুসরণ করে এবার আরও দুই রাজ্য মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। আর এবার ডিএ বাড়ালো তামিলনাড়ু ও ওড়িশা সরকার।

তামিলনাড়ুর সরকার তরফে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এতদিন ৪২ শতাংশ হারে ডিএ পেতেন তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারী। আর এবার তা বেড়ে হল ৪৬ শতাংশ। তামিলনাড়ু সরকার জানিয়েছে তারা অর্থনৈতিক সংকটে রয়েছে।  তারপরও শুধুমাত্র সরকারি কর্মীদের কথা ভেবে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।

ওদিকে তামিলনাড়ুর (Tamil Nadu) পাশাপাশি ওড়িশা (Odisha) সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ওড়িশা সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আগে ৪২ শতাংশ থেকে পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হল ৪৬ শতাংশ।

আরও পড়ুন: দ্বাদশীতে বৃষ্টির পূর্বাভাস! লক্ষীপুজোতেও ভাসবে দক্ষিণবঙ্গ? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

সম্প্রতি কর্ণাটক (Karnataka) সরকারের তরফেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সে রাজ্যের সরকার। সে রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ না বাড়ায় কিছুটা হতাশা রয়েছে কর্মচারীদের মধ্যে। তবে পুজোর মরসুমে সরকারের পদক্ষেপে খুশি সকলে।

da hike8

প্রসঙ্গত, কিছুদিন আগেই অতিরিক্ত ৪% DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আগে ৪২% DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর সম্প্রতি তা ৪% বেড়ে হল ৪৬.

এদিকে পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান বর্তমানে ৪০ শতাংশ। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

সর্বোচ্চ আদালতে চলছে মামলা। যদিও সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা। পুজোর আগেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সরকার নীরব। তাই এবার পুজোর পর পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায় করতে আরও তীব্র অন্দোলনের নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর