আয়ারল্যান্ডের মাঠে লজ্জার রেকর্ড গড়ে এলেন দীনেশ কার্তিকরা, T-20 তে এমন ঘটনা ঘটলো প্রথমবার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের মাঠে অনভিজ্ঞ তরুণদের নিয়ে গড়া ভারতীয় দলের সফর টা মন্দ গেল না। এই সিরিজ থেকে হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি দীপক হুডার উত্থান।  মূলত তার পেটে ভর করেই ভারত ২-০ ফলে আয়ারল্যান্ডকে হারিয়েছে।  আয়ারল্যান্ডের ছোটো মাঠে ব্যাট হাতে তাণ্ডব করেছেন দীপক হুডা।  তো এই সব কিছুর মাঝেও একটা অবাঞ্ছিত রেকর্ড জুড়ে গেছে ভারতীয় দলের নামের সাথে।

<span;>দুটি টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছিল আয়ারল্যান্ড। প্রথম বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টিটি ১২ ওভারের ম্যাচ হয়ে দাঁড়ায়।  প্রথমে ব্যাট করে ১০৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ভারতকে ছুঁড়ে দেয় আফগানিস্তান।  দীপক হুডা, হার্দিক পান্ডিয়াদের ব্যাটে ভর করে দশ ওভারের মধ্যে সেই রান তুলে ফেলেছিল ভারত।

<span;>অবাঞ্ছিত ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। দীপক হুডার শতরান এবং সঞ্জু স্যামসনের ৭৭ রানের ইনিংসের উপর ভর করে পাহাড়-প্রমাণ রানের বোঝা আইরিশদের ঘাড়ে চাপিয়ে দেয় ভারত। মূলত তাদের ১৭৬ রানের পার্টনারশিপের ওপর ভর করেই দুশোর গণ্ডি অতিক্রম করেছিল ভারত। সেই রানটিকে ২২৫ ওকে নিয়ে যান সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।  মরিয়া চেষ্টা করেও শেষ পর্যন্ত চার রানে হার মেনেছিল আয়ারল্যান্ড।

ভারতের জন্য লজ্জাজনক রেকর্ডটি হল যে এই ম্যাচে তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন, তাও তিনজন আলাদা আলাদা বোলারের বলে। বিশ্ব ক্রিকেটে একই টি-টোয়েন্টি ম্যাচে তিনজন ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা নতুন কিছু নয়।  তবে এক্ষেত্রে লজ্জার ব্যাপার হলো তিনজনই প্রথম বলেই শূন্য রানে অর্থাৎ গোল্ডেন ডাকে আউট হয়েছেন।  এই তিনজন ব্যাটার হলেন দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল এবং অক্ষর প্যাটেল।

সম্পর্কিত খবর

X