কার্তিকের চোটে কপাল খুলতে চলেছে পন্থের! বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারেন রিশভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি হারতে হয়েছিল ভারতকে। ব্যাটিং বিপর্যয় ছিল সেই হারের একটা মূল কারণ। ভারতীয় বোলাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন ভারতকে ম্যাচটি জেতানোর। কিন্তু দুর্বল ফিল্ডিং এর পাশাপাশি হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের কারনে প্রত্যাশিত রেজাল্ট পাইনি ভারতীয় দল। সূর্যকুমার যাদব বাদে বাকি ভারতীয় ব্যাটাররা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন যার মধ্যে একজন হলেন দীনেশ কার্তিক।

দিন কার্য তো একার হাতে লড়াই করে ভারতকে ১৩৩ রানের স্কোর অবধি পৌঁছে দিয়ে মান রক্ষা করেছিলেন সূর্যকুমার। পরপর উইকেট পড়ে যাওয়ার পর সূর্যকুমার যাদবের সঙ্গে যখন ব্যাটিং করার জন্য দীনেশ কার্তিক মাঠে নামেন, তখন বিশ্বকাপের আগে তার সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে অনেকেই আশা করেছিলেন যে এই পার্টনারশিপ ভারতকে একটা ভদ্রস্ত স্কোর অবধি পৌঁছে দেবে। কিন্তু তেমনটা হয়নি।

মেস কার্তিক ঐদিন বড় রান তো করতে পারেনইনি, আর ওপরে তিনি দীর্ঘক্ষণ ক্রিজে থেকে বেশ কিছু বল নষ্ট করে যান। সেদিন ১৫ টি বল খেলে মাত্র ৬ রান করেছিলেন কার্তিক। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৬ তম ওভার নাগাদ তিনি পিঠে একটি ব্যথা অনুভব করেন এবং উইকেটরক্ষকের ভার পন্থের ওপর দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দিনেশ কার্তিক যে আঘাত পেয়েছেন তা থেকে সরে উঠতে কম করে চার পাঁচ দিন বিশ্ৰাম প্রয়োজন। চোট খুব একটা গুরুতর নয় কিন্তু সেই চোট নিয়ে খেলার চেষ্টা করলে ব্যথা আরো বাড়তে পারে।

আজ পর্যন্ত যদি কার্তিক সুস্থ না হয়ে উঠতে পারেন বাংলাদেশ ম্যাচের জন্য তাহলে রিশভ পন্থ দলে যোগ দেবেন। এই মুহূর্তে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান বল হাতে দুরন্ত ছন্দে রয়েছে। কিন্তু পন্থ যেহেতু মিডেল অর্ডারে ব্যাট করবেন তাই ওই দুই পেসারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তিনি যদি একটি বড় স্কোর করে দেন তাহলে আবার দীনেশ কার্তিকের দলে ফেরা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর