ক্রিকেট ছেড়ে নাচ করতে ব্যস্ত কোহলি, বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফিরবেন, মত কার্তিকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েকটা দিন ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা বিরাট কোহলির। বড় রান তিনি অনেক দিন ধরেই পাচ্ছেন না। কিন্তু এবার যেনো আর ভালো ফর্মেও থাকতে পারছেন না তিনি। সেই পরিচিত বিরাটকে আর মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে ঘনঘন বিশ্রাম নিয়ে ভক্তদের থেকে শুরু করে বিশেষজ্ঞদের বিরক্তির শিকার হচ্ছেন তিনি। চলতি ইংল্যান্ড সফরে মাত্র ৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন।

অনেক প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটভক্ত তার ওপর অসন্তুষ্ট এবং মনে করছেন তাকে টিম থেকে বসানোর সময় এসেছে। এই সময় বিরাট কোহলির পাশে দাঁড়ালেন তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ দীনেশ কার্তিক। বিশ্রাম নিয়ে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ফিরে আসবেন কোহলি এমনটাই মনে করছেন কার্তিক।

কোহলির সম্পর্ক বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছেন, “বিরাট নিজের কেরিয়ারে অভূতপূর্ব সাফল্য ছুঁয়েছে। তাই এই সময়ে ও কিছুটা ভালোভাবে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফের ফিরতে পারে দলে। কারোরই কখনো বিরাটের মত ক্রিকেটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত না।”

যদিও সমালোচকদের সমালোচনা এবং নিজের অপমান করাটা নিয়েই ভাবিত মনে হচ্ছে না বিরাট কোহলিকে। পরিবারকে নিয়ে ইংল্যান্ডেই সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিওও পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সব মিলিয়ে খোশমেজাজেই আছেন বিরাট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর