বলিউডের ভাগ‍্য ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ২’, সুযোগ বুঝেই এক লাফে কয়েক গুণ পারিশ্রমিক বাড়ালেন কার্তিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার, বিদ‍্যা বালানকে ছাড়া ‘ভুলভুলাইয়া’র (Bhool Bhulaiyaa) সিক‍্যুয়েল? অসম্ভব! সিনেপ্রেমীদের অনেকেই দাবি করেছিলেন, নতুন কাস্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে মুখ থুবড়ে পড়বে ছবি। ট্রেলার দেখেও নাক সিঁটকেছিলেন অনেকে। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঝোড়ো ওপেনিং করেছে ‘ভুলভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। অনেক নেতিবাচকতা সয়েও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং কিয়ারা আডবানীর (Kartik Aaryan) জুটি বাম্পার হিট।

বহুদিন পর বলিউড আবারো আশার আলো দেখেছে হরর কমেডি ছবির সিক‍্যুয়েলের সঙ্গে। প্রথম সপ্তাহেই ৯৩.১০ কোটি টাকার ব‍্যবসা করেছে ভুলভুলাইয়া ২। একের পর এক ছবি থেকে বাদ পড়তে পড়তে কার্তিক ভাগ‍্যেই ভাগ‍্য ফিরেছে বলিপাড়ার। সুপারহিট হওয়ার দিকে এগোচ্ছে সিনেমা।


পারিশ্রমিক বাড়াচ্ছেন কার্তিক

মাঝে ইন্ডাস্ট্রিতে বেশ শোরগোল পড়েছিল কার্তিককে নিয়ে। ‘অপেশাদার’ তকমাও পেয়েছিলেন তিনি। নিজের পারফরম‍্যান্স দিয়ে অভিনেতা বুঝিয়ে দিলেন, ‘বহিরাগত’ হয়েও আর পাঁচজন প্রথম সারির তারকাদের থেকে অভিনয়টা ভালোই পারেন তিনি।

গত পাঁচটি ছবির মধ‍্যে চারটেই হিট হয়েছে কার্তিকের। ভুলভুলাইয়া ২ এর সাফল‍্য খরা কাটিয়েছে বলিউডের। তাই কার্তিক এবার সিদ্ধান্ত নিয়েছেন পারিশ্রমিক বাড়ানোর। আর সেটাও একলাফে বেশ কয়েক গুণ। ভুলভুলাইয়া ২ এর জন‍্য কত পারিশ্রমিক নেবেন কার্তিক?

ধরাছোঁয়ার বাইরে কার্তিক আরিয়ান

সূত্রের খবর বলছে, এতদিন পর্যন্ত এক একটি ছবি পিছু ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। কিন্তু ভুলভুলাইয়া ২ এর সাফল‍্য দেখার পর সেটা কয়েকগুণ বাড়িয়ে নিয়েছেন কার্তিক। সূত্রের খবর মানলে, এবার থেকে এক একটি ছবির জন‍্য ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি।


বক্স অফিসে ধামাকা ভুলভুলাইয়া ২ এর
প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও সাফল‍্য অব‍্যাহত রয়েছে কার্তিক কিয়ারার ছবির। দ্বিতীয় শনিবারেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ভুলভুলাইয়ার সিক‍্যুয়েল। এখনো পর্যন্ত ১১০ কোটি টাকা কামিয়েছে এই ছবি।

সম্পর্কিত খবর

X