চকলেট বয় ইমেজ হাওয়া! বলিউডে ১০ বছর পূর্তিতে অ্যাকশন হিরো রূপে এন্ট্রি কার্তিক আরিয়ানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে ‘অভিনেতা’ শব্দটি সরিয়ে নিতেই কার্তিক আরিয়ানকে (kartik aaryan) নিয়ে চিন্তায় পড়েছিল তাঁর অনুরাগীরা।  পরপর চার চারটি ছবি থেকে বাদ পড়ায় কি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কার্তিক? প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। তাদের স্বস্তি দিয়ে নতুন অবতারে ফিরলেন কার্তিক। সঙ্গে এক দারুন সারপ্রাইজ।

নিজের পুরনো চকলেট বয় ইমেজ এবার ঝেড়ে ফেলতে চলেছেন কার্তিক। অতি সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ১০ বছর পূর্ণ করেছেন কার্তিক‌। সেই উপলক্ষে অনুরাগীদের এক বিশেষ উপহার দিতে চলেছেন তিনি। ইতিমধ‍্যেই নিজের নতুন প্রোজেক্টের ঘোষনা করেছেন কার্তিক।


‘ব্রল স্টারস ইন্ডিয়া’তে (brawl stars india) অভিষেক করতে চলেছেন অভিনেতা। এটি একটি জনপ্রিয় মাল্টিপ্লেয়ার ও ব‍্যাটল রয়‍্যাল গেম। ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় এই গেম। নতুন প্রোজেক্টের ঘোষনা হতেই উচ্ছ্বসিত কার্তিক ভক্তরা। অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারা।

https://www.instagram.com/p/CQVP8KzjWSy/?utm_medium=copy_link

সম্প্রতি শোনা যায় করন জোহরের পর শাহরুখ খানের (shahrukh khan) ফ্রেডি ছবি থেকেও বাদ দেওয়া হয়েছে কার্তিকের নাম। বাদ দেওয়ার সঠিক কোনো কারণ প্রকাশ‍্যে আসার আগেই আরো শোনা যায়, পরিচালক আনন্দ এল রাইয়ের (anand l rai) আগামী ছবি থেকেও বাদ পড়েছেন অভিনেতা।

আনন্দ এল রাইয়ের সহ পরিচালকের আগামী ছবিতে অভিনয় করার কথা ছিল কার্তিকের। গ‍্যাংস্টারকে নিয়ে ছবির কাহিনি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছিল‍। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, চিত্রনাট‍্য ইতিমধ‍্যেই শোনানো হয়েছিল কার্তিককে। সমস্ত কথাবার্তাও এক রকম চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এখন কার্তিকের বদলে আয়ুষ্মান খুরানার নাম শোনা যাচ্ছে এই ছবির জন‍্য।

এই বিষয়ে আনন্দ এল রাইয়ের বক্তব‍্য, যে কোনো ছবি তৈরির আগে একাধিক অভিনেতার সঙ্গে কথা বলা হয়। তাদের সবাইকেই বলা হয় যে চরিত্রটা তারাই করছেন। কিন্তু চুক্তি যতক্ষণ না সাক্ষর হচ্ছে ততক্ষণ পরিবর্তন হতেই পারে। তবে টলিপাড়ার কানাঘুঁষো খবর, এর আগে করন কার্তিককে বাদ দিয়েছিলেন সেই কারণেই প্রভাবিত হয়েছেন শাহরুখ ও আনন্দ এল রাই। তবে কার্তিকের হাতে যে কাজ নেই তেমনটা নয়। ধামাকা ও ভুলভুলাইয়া টু ছবি রয়েছে তাঁর হাতে।

X