একসময়ের প্রেমিককে নিয়েই কুৎসা রটাচ্ছেন সারা! পালটা জবাবে ধুয়ে দিলেন কার্তিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব শুরু বলিউডে। একসময়ে যাদের মধ‍্যে ছিল গদগদ প্রেম, তারাই এখন যুযুধান দুই পক্ষ। কথা হচ্ছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং সারা আলি খানের (Sara Ali Khan) সম্পর্কে। লভ আজ কাল ২ ছবি মুক্তির আগে থেকেই দুজনের মধ‍্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

২০২০ সালে মুক্তি পেয়েছিল লভ আজ কাল। মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক ও সারা। তার আগে থেকেই অভিনেতার প্রতি ভাললাগা ব‍্যক্ত করেছিলেন সইফ কন‍্যা। একসঙ্গে অভিনয় করার সুবাদেই শুরু হয় সম্পর্কের গুঞ্জন। একসঙ্গে প্রায়ই সময় কাটাতেন তাঁরা।


ছবি মুক্তি পাওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগে আগেই হঠাৎ শোনা যায় তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও সম্পর্কটা কোনোদিনই স্বীকার করেননি সারা কার্তিক, কিন্তু একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন তাঁরা। সম্প্রতি কফি উইথ করনে এসে নাম না করে কার্তিকের বিরুদ্ধে কটাক্ষ শানিয়েছিলেন সারা। এবার তার পালটা দিলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিককে প্রশ্ন করা হয়েছিল, নিজের কোন বিষয়টার জন‍্য তিনি গর্ববোধ করেন। অভিনেতা উত্তর দেন, তিনি র‍্যাপিড ফায়ার শোতে বিখ‍্যাত, তাই তাঁর গর্ব হয়। ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনরা অনেকেই মনে করছেন, কটাক্ষ সারার উদ্দেশেই ছিল। কার্তিক যোগ‍্য জবাব দিয়েছেন বলেও মন্তব‍্য করেছেন অনেকে।

ভুলভুলাইয়া ২ মুক্তির আগে কার্তিককে প্রশ্ন কর হয়েছিল, সার আর তাঁর মধ‍্যে কিছু ছিল নাকি সবটাই ছিল ছবির প্রচারের জন‍্য গিমিক? উত্তরে তিনি জানিয়েছিলেন, “না না, কোনো প্রচারের উদ্দেশে ছিল না ওটা। কীভাবে বোঝাই? আমরাও তো মানুষ। সবকিছু গিমিক নয়। এই বিষয়টা নিয়ে এতটুকুই বলার আছে আমার।”

X