করোনা নিয়ে শুরু থেকেই বেশ আগ্রাসন মনোভাব দেখা গেছে বলি তারকা কার্তিক আরিয়ান (kartik aryaan) এর। এর আগে জনতা কারফু’ পালনের জন্য দেশবাসীর কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন স্বেচ্ছায় এই সময়ে ঘরের বাইরে না বেরনোর জন্য প্রত্যেকের কাছে আবেদন করেছিলেন কার্তিক আরিয়ান।
পাশাপাশি তিনি সবাইকে রূঢ় ভাবে ঘরে থেকে নিরাপদ থাকার বার্তাও দেন। আর এবার দেশের মানুষের জন্য তিনি দিলেন ১ কোটি টাকা। বললেন
আমি যা কিছু অর্জন করেছি তা ভারতের জনতার কারণেই
১ কোটি দানের পর বললেন কার্তিক আরিয়ান এই সময় দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। পিএম কেয়ার ফান্ডে টাকা দেওয়ার পর কার্তিক টুইট করে এই সুখবর জানান।
বোর্ড প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সেক্রেটারি জয় শাহ-সহ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা প্রায় ৫১ কোটি টাকা দেবে। আর এবার সেই সাহায্য মানুষের কিছুটা হলেও কাজে লাগবে। অক্ষয় কুমার প্রধানমন্ত্রীক তহবিলে দিয়েছেন ২৫ কোটি টাকা। আর রতন টাটা দিয়েছেন পাঁচশো কোটি টাকা