স্টেজ থেকে পড়ার উপক্রম সারার, বাঁচালেন কার্তিক

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে নবাগতা সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের কথা কার না জানতে বাকি আছে?  সেই ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিক আরিয়ানের প্রতি নিজের ভাল লাগার কথাটা মুখ ফুটে বলেই ফেলেছিলেন সারা। তখন থেকেই শুরু। এরপর দুজনে একসঙ্গে ‘লভ আজ কাল ২’ ছবিতে অভিনয় করেন। ইদ পালনেও একফ্রেমে ধরা পড়েন দুজন। এমনকি সারার জন্মদিন পালন করতে বিদেশে পর্যন্ত উড়ে যান কার্তিক। সকলেই ভেবেছিলেন ফের এক নতুন জুটি পেল বলিউড। কিন্তু তারপরেই জানা যায়, বিচ্ছেদ হয়ে গিয়েছে সারা-কার্তিকের। এখন অনন্যা পাণ্ডেতে মন মজেছে অভিনেতার। কিন্তু সম্প্রতি এমন এক কাণ্ড হল যে নেটিজেনরা মনে করছেন এখনও হয়তো কিছুটা প্রেম বাকি রয়ে গিয়েছে হৃদয়ের কোণে।

https://www.instagram.com/p/B53YkCahx1m/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। অবধারিত ভাবে দুজনকে একসঙ্গে মঞ্চে হাজির করা হয়। সারাকে চ্যালেঞ্জ করা হয় কার্তিকের সাম্প্রতিক ছবি ‘পতি পত্নি অউর ও’-এর ‘ধীমে ধীমে’ গানে নাচতে। চ্যালেঞ্জ গ্রহণ করে সারাও নাচতে শুরু করেন। এত পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু হঠাতই ছন্দপতন হয়। পোশাকে পা জড়িয়ে স্টেজ থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয় সারার।

পাশেই দাঁড়িয়ে ছিলেন কার্তিক আরিয়ান। তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সারাকে ধরে নেন। কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি হয়। বলা বাহুল্য সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সারা-কার্তিকের এই রসায়ন দেখে নেটিজেনরা মনে করছেন এখনও প্রেম রয়ে গিয়েছে দুজনের মনেই।

1 13

প্রসঙ্গত, ইমতিয়াজ আলি পরিচালিত ‘লভ আজ কাল ২’ ছবিতে একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। আগামী বছর ভ্যালেন্টাইনস ডে তে মুক্তি পাবে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর