ভাইপো, ভাইয়ের বউয়ের পর এবার মমতার ভাই! তৃণমূলে বড় পদ পেলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : অভিষেকের পর এবার তৃণমূলের বড় দায়িত্ব পেলেন মমতার পরিবারের আর এক সদস্য। মঙ্গলবারই তৃণমূলের রাজ্য কমিটিতে নিয়ে আসা হল মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করার সময়ই দলের সম্পাদক হিসেবে ভাইয়ের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বন্দ্যোপাধ্যায় পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সংসদীয় রাজনীতিতে পা রেখেছেন কার্তিকেরই স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পৌরসভার ভোটে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলরও হয়েছেন তিনি। নিজের ভাইয়ের বউকে প্রার্থী করেছিলেন মমতাই। এবার পরিবারের চতুর্থ সদস্য হিসেবে দলের বড়সড় পদ পেলেন ভাই মমতার নিজের কার্তিক।

এলাকায় সারা বছরই সক্রিয় থাকতে দেখা যায় কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। বিবেক মেলা থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্ম সেই সব নিয়েই সারাবছর ব্যস্ত থাকেন তিনি। ফলে ভবানীপুর এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। এর আগেও দলের শাখা সংগঠন সামলেছেন কার্তিক। আরএসএসকে প্রতিহত করতে মমতা যে আজাদ হিন্দ বাহিনী এবং বঙ্গজননী বাহিনী গড়ে তোলার কথা বলেছিলেন সেই আজাদ হিন্দ বাহিনীরই দায়িত্বে ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।

kartick banerjee

২০১১ সালে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করার সময় স্বজনপোষণের অভিযোগে জেরবার হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর ধীরে ধীরে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করে যুব তৃণমূলের সভাপতি থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, এখন সেই অভিষেকই পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও এক সদস্যের দলের অন্দরে প্রবেশে আবারও সমালোচনার ঝড় নিন্দুক মহলে। নিজের পরিবারের সদস্যদের দলের বড় পদ এবং ক্ষমতা দিচ্ছেন মমতা, এমনটাই অভিযোগ একাংশের।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর