বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদ হিংসার ঘটনায় অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। সদ্য মুর্শিদাবাদ সফরে গিয়ে নাম না করে তাঁকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গ্রেফতারির আশঙ্কা করছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। অন্যায়ের প্রতিবাদ করার জন্য হয়তো গ্রেফতার হতে পারেন, এমনি আশঙ্কা করছেন তিনি। তবে তার জন্য ভয় নেই তাঁর মনে, তা স্পষ্ট করে দিয়েছেন কার্তিক মহারাজ।
নাম না করে কার্তিক মহারাজকে (Kartik Maharaj) কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ (Kartik Maharaj)। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে নাম না করে তাঁকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, ‘কয়েকজন ধর্মীয় নেতা আছেন যারা পালে বাঘ না পড়লেও তারা চিৎকার করে। রাজনৈতিক ফায়দা নেয়। এরাই দাঙ্গা লাগিয়ে সবার আগে পালিয়ে যায়!’ সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘দু তিনজন আছেন যারা নাকি বিরাট বিরাট ধর্মীয় নেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে, আর ধর্মীয় উৎস… আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞাসা করবেন তাঁরাই বলে দেবে।’
কী বার্তা দিলেন কার্তিক মহারাজ: হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুর্শিদাবাদে কী হয়েছিল তার প্রমাণ তাঁর কাছে আছে। তবে আরো কিছু প্রমাণ তাঁর হাতে আসবে। তারপর সবকিছু প্রেসের সামনে তুলে ধরবেন। সোমবার শ্যামনগরে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে কার্তিক মহারাজ বলেন, শপথ গ্রহণর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভারত সেবাশ্রম ভালো কাজ করে। আবার কোথাও কোথাও দাঙ্গা করে।’
আরো পড়ুন : ‘সবার উপরে ভগবান, তারপরেই আদালত’, রুফটপ রেস্তোরাঁ নিয়ে হাইকোর্টের উপরেই সিদ্ধান্ত ছাড়লেন ফিরহাদ হাকিম
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ মহারাজের: পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি আরো বলেন, দেশের সর্বত্র রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখা। কোনো জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে তার প্রমাণ দিতে ফিরবেন”। মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তিনি আরো বলেন, মুর্শিদাবাদে ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। ডিএম পুলিশের সকলের কাছেই রিপোর্ট চাইতে পারেন তিনি।
আরো পড়ুন : ৫৪ বছর পর ফের এল নির্দেশ, যুদ্ধের আবহে দেশজুড়ে ‘মক ড্রিল’এর প্রস্তুতি, ঠিক কী কী হবে আগামীকাল?
অনুষ্ঠান থেকে কার্তিক মহারাজ (Kartik Maharaj) প্রশ্ন তুলেছেন, তাঁর এত বড় ক্ষমতা যে ৪৮ ঘন্টা বিদ্যুৎ আটকে রাখবেন! তাছাড়া তাঁর দাঙ্গা করাতেই হলে এমন জায়গায় করাবেন যেখানে হিন্দুরা সংখ্যাগুরু। এরপরেই আশঙ্কা প্রকাশ করা কার্তিক মহারাজ (Kartik Maharaj) বলেন, মুখ্যমন্ত্রী তাঁর কথা বলেছেন। তিনি প্রশাসনের সর্বময়কর্তা। চাইলেই মুহূর্তের মধ্যে তাঁকে পুলিশ দিয়ে জেলে ঢোকাতে পারবেন। কারণ তিনি এর প্রতিবাদ করছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই হাজার হাজার মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন। তবে গ্রেফতারির আশঙ্কা করলেও তিনি ভীত নন বলেই মন্তব্য করেন কার্তিক মহারাজ।