মায়ের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক, শোনালেন জীবনযুদ্ধের গল্প

বাংলাহান্ট ডেস্ক : মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলি (Bollywood) দুনিয়ার অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এর মা। যদিও বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। তবে এই লড়াইটা মোটেই সহজ ছিল না গোটা পরিবারের জন্য। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। শোনালেন মায়ের জীবনযুদ্ধের গল্প।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মায়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শোনালেন অভিনেতা। লিখলেন, ‘কিছুদিন আগে জানতে পারি মা ক্যান্সারে আক্রান্ত। এই খবর পাওয়ার পরেই ভেঙে চুরমার হয়ে গেছিল আমার গোটা পরিবার। সব সময় আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতো। কিন্তু আমার মা মোটেও ভেঙ্গে পরেননি। আর সে কারণেই এই মারণ রোগকে হারাতে পেরেছেন তিনি’।

Kartik Aaryan

অভিনেতার সংযোজন, ‘মা একজন সৈনিকের মতন লড়াই করেছেন। তাঁর প্রবল ইচ্ছে শক্তির কাছে হার মানতে হয়েছে এই মারণ ভাইরাসকে। আমরা খুব খুশি যে আমার মা কখনও হাল ছেড়ে দেননি। বরং আমরা হতাশ হয়ে পড়লেও হলেও মা কখনও ভেঙে পরেননি। প্রয়োজনের সময় গোটা পরিবারের একসঙ্গে থাকা যে কতটা ইম্পরট্যান্ট সেটা বুঝতে পেরেছি এই ঘটনার পর’। হ্যাশট্যাগে সুপারহিরো এবং ক্যান্সার ওয়ারিয়র এই দুটি শব্দ জুড়ে দিয়েছেন অভিনেতা।

কার্তিক আরিয়ানের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। বর্ষিয়ান অভিনেতা অনুপম খের লেখেন, ‘জয় মাতা দি’। রণিত রায় লিখেছেন, ‘ ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুক। আমার প্রণাম ভালোবাসা এবং শুভকামনা রইল’। ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন সানিয়া মালহোত্রা।

যদিও এই প্রথম নয়। এর আগেও মায়ের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার গল্প সকলের সামনে তুলে ধরেছিলেন অভিনেতা। উল্লেখ্য, মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কার্তিকের। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের সঙ্গে রয়েছে একাধিক ছবি। প্রসঙ্গত, কার্তিকের মা এবং বাবা দুজনেই পেশায় চিকিৎসক। বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ, এবং মা মালা তিওয়ারি স্ত্রী রোগ বিশেষজ্ঞ।


additiya

সম্পর্কিত খবর