বাংলা হান্ট ডেস্ক: বুধবার IPL ২০২৫-এর ৪১ তম ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সম্পন্ন হবে। এই ম্যাচে, উভয় দলের খেলোয়াড়রা পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় (Kashmir Attack) নিহতদের প্রতি শোক জ্ঞাপন করার লক্ষ্যে ম্যাচ চলাকালীন কালো ব্যান্ড পরবেন। এর পাশাপাশি, এই ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবে না এবং কোনও আতশবাজির ব্যবহারও হবে না বলে জানা গিয়েছে। এছাড়াও, ডিজেতেও গান শোনা যাবে না।
কাশ্মীরে জঙ্গি হামলার (Kashmir Attack) প্রভাব পড়ল IPL-এও:
প্রসঙ্গত উল্লেখ্য যে, কাশ্মীরে এই ভয়াবহ হামলায় (Kashmir Attack) ২৬ জন নিহত হন। এই হামলার আন্তর্জাতিকভাবে নিন্দাও করা হয়েছে। এমতাবস্থায়, আজকের ম্যাচে অংশগ্রহণকারী দলগুলি এই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করবে।
ইতিমধ্যেই BCCI-র একটি সূত্র PTI-কে জানিয়েছে, “উভয় দলের খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে খেলবেন এবং কাশ্মীরের পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় (Kashmir Attack) নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবেন।” অর্থাৎ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদের মধ্যকার খেলা চলাকালীন কোনও চিয়ারলিডার থাকবে না। কোনও আতশবাজিও ফাটানো হবে না। শুধুমাত্র স্কোরিংয়ে জন্য হয়তো ডিজের ব্যবহার করা হতে পারে।
আরও পড়ুন: সাক্ষী রয়েছে ইতিহাস! আর ছেড়ে কথা বলবে না ভারত, কাশ্মীরের হামলায় দেওয়া হবে যোগ্য জবাব
জানিয়ে রাখি যে, গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ের বাইসরানে জঙ্গিদের গুলিতে (Kashmir Attack) কমপক্ষে ২৬ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানে স্থিত নিষিদ্ধ লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী গোষ্ঠীর অংশ, রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন: জঙ্গিদের গুলিতে প্রাণ গেল হিন্দু পর্যটকদের! ফেসবুক পোস্টে “হাসলেন” বাংলার মুসলিম পুলিশ আধিকারিক
এদিকে, এই হামলার (Kashmir Attack) তীব্র নিন্দা করা হয়েছে বিশ্বজুড়ে। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক ছিন্ন করে এবং সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওই দেশে সফর করতেও আপত্তি জানায়। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) দুবাইতে একটি নিরপেক্ষ ভেন্যু প্রদান করতে বাধ্য হয়।এদিকে, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী সময়ে BCCI আরও কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।