বাংলা হান্ট ডেস্কঃ ভয়ঙ্কর! ধর্ম যাচাই করে গুলি (Kashmir Attack)! এতটাই মর্মান্তিক। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাঙালি পর্যটক (Bengali Tourist) বিতান অধিকারী। কলকাতার (Kolkata) বৈঞ্চবঘাটার বাসিন্দা তিঁনি। স্ত্রী ও সন্তান সুস্থ থাকলেও তাঁকে রেহাই দিল না। সূত্রের খবর, ভ্রমণে কাশ্মীর রওনা হয়েছিলেন বিতান অধিকারী ,তাঁর স্ত্রী এবং তাঁদের সন্তান।
নিহত কলকাতার বাসিন্দা | Kashmir Attack
জানা গিয়েছে, ১৬ তারিখ তাঁরা কাশ্মীরের উদ্দেশে রওনা হন তিন জনায়। কাশ্মীর ঘুরে আগামী ২৪ এপ্রিলই কলকাতায় ফেরার কথা ছিল। মাঝে মাত্র দুটো দিন। সেই সময়ই মর্মান্তিক মৃত্যু। ইতিমধ্যেই নিহত বাঙালি পর্যটকের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই রাতে কলকাতার বৈঞ্চবঘাটার ওই বাসিন্দার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ১০০ নং ওয়ার্ডের কাউন্সিলর। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন নিহতর দেহ রাজ্যে ফিরলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সরকার তরফে।
সূত্রের খবর, বিতান অধিকারী, স্ত্রী-সন্তানকে নিয়ে আমেরিকায় থাকতেন। কিছুদিন আগেই তাঁরা কলকাতায় আসেন। এদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায়, বাংলার আরও ২ জনের মৃত্যু হয়েছে। প্রাণ বেহালার বাসিন্দা সমীর গুহ এবং হায়দরাবাদে কর্মরত IB অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের।
আরও পড়ুন: গরমের মধ্যে আজ ঝেঁপে বৃষ্টি একাধিক জেলায়! কতটা বাড়বে তাপমাত্রা? আবহাওয়ার খবর
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক রয়েছেন। আহত অন্তত ২০। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় ঢুকে জঙ্গিরা হামলা চালায়। অভিযোগ, ধর্ম যাচাই করে করে গুলি করা হয়েছে। এই ভয়ঙ্কর হামলার দায় স্বীকার করে নিয়েছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF।