বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হত্যালীলার (Kashmir Attack) ভয়াবহতায় এখনো আতঙ্ক, ক্ষোভ পুঞ্জীভূত হয়ে রয়েছে দেশবাসীর মনে। পহেলগাঁও এর বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে একজন স্থানীয় কাশ্মীরি বাদে বাকি ২৫ জনই পর্যটক। রীতিমতো নাম, ধর্ম জিজ্ঞাসা করেন তাঁদের গুলি করা হয় বলে অভিযোগ। এবার সামনে এল সেই নৃশংস হত্যাকাণ্ডের (Kashmir Attack) রোমহর্ষক এক ভিডিও, যা প্রাথমিক ভাবে নিজের অজান্তেই রেকর্ড করেছিলেন এক পর্যটক।
পহেলগাঁও হত্যাকাণ্ডের (Kashmir Attack) রোমহর্ষক ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ওই অভিশপ্ত দিনের একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। এবার প্রকাশ্যে এল এমন এক ভিডিও যা দেখে শিউরে উঠছেন নেটনাগরিকরা। সেদিন ঘটনাস্থলে ওই মুহূর্তে কী কী ঘটছিল তা অজান্তেই ক্যামেরাবন্দি করেন এক পর্যটক, যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। জিপলাইন রাইড নেওয়ার সময় গোটা ঘটনাটাই রেকর্ড করেছিলেন ওই পর্যটক।
কী দেখা গেল ভিডিওতে: ভিডিওতেও দেখা যায়, জিপলাইন রাইডে সেলফি ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করছেন এক ব্যক্তি। চারপাশে উপত্যকার দৃশ্য উঠে এসেছে ভিডিওতে। হঠাৎ করেই নীচ থেকে ভেসে আসে গুলির (Kashmir Attack) আওয়াজ। নীচে উপত্যকায় ততক্ষণে শুরু হয়ে গিয়েছে হত্যালীলা। আতঙ্কে দৌড়াদৌড়ি করতে দেখা যায় পর্যটকদের। অনেকে গুলি খেয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সবটাই উঠে এসেছে ভিডিওতে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
પહલગામ હુમલાનો વધુ એક વિડીયો સામે આવ્યો!
અમદાવાદના પાલડીમાં રહેતા ઋષિ ભટ્ટના કેમેરામાં કેદ થયા પહલગામ હુમલાના ભયાનક દ્રશ્યો!! #PahalgamTerroristAttack pic.twitter.com/sJ7dQG2qKG
— Sagar Patoliya (@kathiyawadiii) April 28, 2025
আরো পড়ুন : কাশ্মীর কাণ্ডের মাঝেই পদ্ম পুরস্কারের আয়োজন, পদ্মশ্রী উঠল অরিজিতের হাতে
ঘটনার বর্ণনা দেন পর্যটক: ভিডিওটি রেকর্ড করেছেন যে ব্যক্তি, তিনি জানান, ঘটনার দিন তাঁরা মোট তিনটি পরিবার একসঙ্গে জিপলাইন রাইড নিচ্ছিলেন। প্রথমে পরপর দুটি পরিবার যায় জিপলাইনে। তারপর তাঁর ছেলে এবং স্ত্রী যায়। তাঁর পালা যখন আসে তখন নীচে শুরু হয়ে গিয়েছে জঙ্গি হামলা। ভিডিওতে এও শোনা যায়, ওই ব্যক্তিকে জিপলাইনে তোলার সময় তিনবার ‘আল্লাহু আকবর’ বলেন রাইড অপারেটর।
আরো পড়ুন : কাশ্মীরের হামলায় শোকস্তব্ধ, বড় ক্ষতি করেও কঠিন সিদ্ধান্ত নিলেন সলমন
ব্যক্তি জানান, প্রথমটা তিনি কিছু বুঝেই উঠতে পারেননি কী ঘটছে। তারপর জিপলাইন (Kashmir Attack) থেকে নীচে তাকিয়ে দেখেন কী চলছে। ঘটনার বর্ণনা দিয়ে ওই পর্যটক বলেন, ‘আমার স্ত্রী নীচে দাঁড়িয়েছিল। ওর সামনেই ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেলল। আমার স্ত্রী চিৎকার করছিল।’ ব্যক্তি বলেন, জিপলাইন থেকে ঝাঁপ দিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে একটি ঝোপের মধ্যে লুকিয়েছিলেন তিনি। গুলির শব্দ বন্ধ হতে বেরিয়ে মেন গেটের দিকে দৌড়ে যান। কিছুটা যাওয়ার পর তাঁদের উদ্ধার করে ভারতীয় সেনা। অজান্তেই তাঁর রেকর্ড করা ভিডিও এখন সাক্ষ্য দিচ্ছে সেদিনের নারকীয় হত্যালীলার।