কাশ্মীরে ফিরছে স্বাভাবিকত্ব, চালু ইন্টারনেট পরিষেবা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ধ্য কাশ্মীরের বুদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে ল্যান্ডলাইন পরিষেবা।শনিবার থেকেই টেলিফোন ও মোবাইল পরিষেবার ওপর কড়াকড়ি কমল অনেকটাই।জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা আর চালু কাশ্মীরের ১৭টি টেলিফোন এক্সচেঞ্জও।

প্রসঙ্গত নাগরিকদের বসবাসের এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা এবং শ্রীনগর এয়ারপোর্টের টেলিফোন এক্সচেঞ্জ প্রথম দফায় চালু করা হল।জম্মু, রেসাই, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায় শনিবার সকাল থেকেই চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা। কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ চালু করে দেওয়া হয়েছে। প্রায় ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে আপাতত এই ১৭টি চালু করা হলেও শিগগিরই সবগুলিই চালু করে দেওয়া হবে প্রশাসন থেকে জানানো হয়েছে।এখন অনেকটাই শিথিশীল কাশ্মীরের অবস্থা।

X