ভারতের হারে কাশ্মীরে চলল নাচ গান, পুড়লো বাজি, উঠলো ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপে ভারতের হারে আনন্দ উদযাপন করছে ভারতীয়রাই। ভারত অধিকৃত কাশ্মীরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। পুলওয়ামা ও শ্রীনগরের একাধিক জায়গায় বাজি পোড়ালো জনগণ। প্রফুল্লিত হয়ে আনন্দে নাচানাচি করে, নিজেদের আবেগ ব্যক্ত করলেন বহু মানুষ। আর এর একটাই কারণ, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল।

নিউ জিল্যান্ডের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ধোনি-কোহলিদের হার যখন সারা দেশবাসীর মনে ফেলে দিয়েছে দুঃখের ছায়া তখন কাশ্মীরের একাংশ সেই নিয়ে করছে আনন্দে মাতামাতি। এমনকী, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে হুংকার শোনা যায় তাদের।

সবথেকে লক্ষণীয় বিষয় কাশ্মীরে এই আনন্দ উদযাপন কোনো লুকোচাপা ভাবে হয়নি, হয়েছে সর্বসাকুল্যে। এমনকি কাশ্মীরের হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান সঈদ আলি গিলানি ভারতের হারে উদযাপিত এই আনন্দানুষ্ঠান এর ভিডিও শেয়ার করে, লিখলেন ”অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়!”

দেখে নিন সেই ভিডিও-

https://twitter.com/i/status/1148984364342108160

https://twitter.com/i/status/1149191825124671488

সম্পর্কিত খবর