ইভিএম খুলতেই গণতন্ত্রের জয়,বারুদের গন্ধ নয়; ভোটের স্বাদ পেল কাশ্মীর!

 

বাংলা হান্ট ডেস্ক : 200 কোটি লোক নিয়ে আমাদের পৃথিবী বিগত শতাব্দীর শুরুতেই যাত্রা করেছিল। আর আজ নতুন শতকের সূচনায় পৃথিবীর জনসংখ্যা 500 কোটি প্রায় 100 বছর এবং জনসংখ্যা বৃদ্ধি 300 কোটি। আর এর মধ্যেই কিন্তু ভারতে কাশ্মীর ভূ সর্গের জনসংখ্যার নিরিখে ভোট কী পরিমাণে পড়তো ভারতের ইতিহাস লেখা আছে। পরিসংখ্যানটা দেওয়ার এই কারণেই সে জনসংখ্যা যতখানি থাকবে ঠিক সেই অনুপাতে ভোট না পড়লে সেটা যখন দেশের পক্ষে একটা অপমানজনক। দেশের গণতন্ত্রের লজ্জা। কিন্তু 370 35a ধারা সরে যাবার পর থেকেই যেন একটা ভোটের আবহাওয়া শুরু হয়েছিল কাশ্মীর জুড়ে। জম্মু ও কাশ্মীরের বিডিসি নির্বাচনে ৩১০ আসনের মধ্যে ৮১ আসনে জয় পেল বিজেপি।
এতে টুইটে জম্মু ও কাশ্মীরের মানুষজনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,এই খবরে দেশের প্রতিটি মানুষ খুশি হবেন।

ht pune 8caad6e2 433b 11e9 96e6 2d3dd9dcb23f

গত ২৪ অক্টোবরজম্মু, কাশ্মীর, লেহ, লাদাখে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন হয়েছিল। ভোট পড়েছে ৯৮ শতাংশ। সন্ত্রাসবাদ শব্দটির মধ্যে লুকিয়ে আছে ক্ষমতালাভের একে অপরিমেয় তৃষ্ণা। মেটাতে গিয়ে অত্যাচার বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল পথে নেমেছে। কাশ্মীরের ইতিহাস নিত্যদিনের সঙ্গী ছিল কিন্তু সে পরিস্থিতি অনেকটাই বদলেছে।

লড়াইয়ের ময়দান বদলেছে।এবার ছিলেন ১০৮০ জন।রাজ্যে মোট ৩১৬ ব্লক রয়েছে। এর মধ্যে ২৭ ব্লকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।


সম্পর্কিত খবর