lদীর্ঘদিন ধরেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপড়েন চলছে। কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এই দাবি করে আসছে পাকিস্তান। .যদিও ভারতের বক্তব্য ছিল কাশ্মীর ভারতের অংশ। আই নিয়েই যত মনবিরোধের কারণ। তাই কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা তুলে গোটা রাজ্যকে ভারতভুক্তিকরনের কথা ঘোষিত হবার পর থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। কিন্তু এবার সেই পাকিস্তান এবার নিজের অবস্থান তেকে নড়ে বসল। পাকিস্তান ভারতেরই অবিচ্ছেদ্য অংশ তা মেনে নিল পাক সরকার। এবার সেকথা স্বীকার করে নিলেন পাক আইনজীবি খাওয়ার কুরেশি। আর কুরেশির স্বীকারোক্তি কার্যত অস্বস্তিতে ফেলেছে পাকিস্তানকে।
জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে লাহোরে অনুষ্ঠিত এক আলচনা সভা থেকে কুরেশি দাবি করেন আন্তর্জাতিক মহল জানে কাশ্মীর ভারতের অংশ। তাই পাকিস্তানের দাবি ধোপে টিকবে না। পাশাপাশি কাশ্মীরের ওপর ভারতের অত্যাচার নিয়ে পাকিস্তান যে আন্তর্জাতিক মহলে দাবি করছে তার উপযুক্ত প্রমান পাকিস্তানের হাতে নেই বলেও জানান তিনি। তাই আন্তর্জাতিক স্তরে নিজেদের মজবুত করাটা অতটাও সহজ হবে না বলে মতপ্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করার পর ভারতকে আন্তর্জাতিক মহলে কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। কিন্তু তা মোটেও সম্ভব হয়নি। যেহেতু বিষয়টি ভারতের আভ্যন্তরীন ইস্যু তাই সমস্ত দেশই আলচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিল। চিন ছাড়া তেমন কারোর সমর্থন আদায় করতে পারে নি পাকিস্তান। তাই ইমরান খান কার্যত হুঁশিয়ারি দিয়ে কাশ্মীরের ওপরভারতের অত্যাচেরর মিথ্যা কাহিনী আন্তর্জাতিক স্তরে জানানোর কথা বলেছিল। কিন্তু সেই দাবির জন্য যে প্রমান নেই তা স্বীকার করল পাকিস্তানই।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…