কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই আমেরিকা, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার

 

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকে ভারতকে চাপে ফেলতে একটি পদক্ষেপ নেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।যেমন ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ভালো না রাখা, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ করা, ও দু’দেশের মধ্যে চুক্তি গুলি পুনরায় পর্যালোচনা করা। এছাড়াও পাক সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বার পুলওয়ামা হামলা হওয়ার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে ইমরান খানকে। এছাড়াও ৩৭০ নম্বর ধারা বাতিলের প্রতিবাদে ইসলামবাদ থেকে ভারতে রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

তবে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের পাশেই রয়েছে আমেরিকা।

IMG 20190808 WA0074

মার্কিন বিদেশ দফতরের দুই সদস্য বিবৃতি দিয়ে জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের।”

সম্পর্কিত খবর