বাংলা হান্ট ডেস্ক : ভারতের ভূস্বর্গ কাশ্মীর ইস্যুতে এখন পুরোপুরি কোণঠাসা জাতীয় কংগ্রেস আর সেই কারণেই বিভিন্ন জনসভায় উঠে আসছে রাহুলকে আক্রমণের ছবি।
সিলভাসসার দাদরা ও নগর হাভেলিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বিরোধীদের নিজেদের পার্টির ভাবনার বাইরে বেড়িয়ে এসে মোদী সরকারের কাশ্মীর নিয়ে সিদ্ধান্তকে সমর্থন জানানো উচিত।”
রাহুল গান্ধিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “কংগ্রেস কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করেছে কংগ্রেস। আজও রাহুল গান্ধীর যে কোন বক্তব্য পাকিস্তানের পক্ষে। তাঁর বক্তব্যে বারবার পাকিস্তানের আর্তনাদ উঠে আসছে। কংগ্রেসের লজ্জিত বোধ করা উচিত যে তাঁদের বক্তব্যকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।”