বাংলাহান্ট ডেস্ক: ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর থেকে বিশ্বাস স্বাধীনতা বিলুপ্ত করেন।ঐদিন থেকে প্রাণ হারায় শ্রীনগর। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ অফিস। যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুন্য রাস্তায় টহল দেয় শুধু সেনাবাহিনী।
শুক্রবার জুমার নামাজের জন্য ভারত সরকার জম্মু-কাশ্মীরের কারফিউ শিথিল করে। আর সেই সুযোগেই ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বহু কাশ্মীরি বিক্ষোভ দেখায়। শনিবার আবার কারফিউ জারি করা হয়।
কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ‘ শ্রীনগর শহরতলীতে একটি পাথর ছোড়ার ঘটনার অর্থ এই নয় যে পুরো উপত্যকা পাথর ছুড়তে বেরিয়ে এসেছে। এর মধ্য দিয়ে পুরো রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি বোঝা যাবে না। পুরো রাজ্যই শান্ত। এর আগে পাথর ছোড়ার ঘটনায় অনেক বড় সংখ্যায় ঘটেছে।’
রবিবার বিকেলের পর থেকে কাশ্মীরের কারফিউ জারি হয়েছে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এর প্রভাব খুব স্বাভাবিকভাবেই ঈদের অনুষ্ঠানের ওপর পড়ছে।