‘বেছে বেছে জবাব দেওয়া হবে, গোটা বিশ্ব ভারতের পাশে আছে’! কাশ্মীর-কাণ্ডে হুঙ্কার শাহের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের জঙ্গি হামলার (Kashmir Terror Attack) পর ১০ দিন অতিক্রান্ত। তবে এখনও প্রত্যেকের মনে এই ঘটনার রেশ টাটকা। ‘বদলা’র অপেক্ষায় দিন গুনছেন অনেকে। এই আবহে বড় হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ‘গোটা বিশ্ব ভারতের পাশে আছে… কাউকে ছাড়ব না’, অসমের একটি অনুষ্ঠান থেকে একথাই বললেন তিনি।

পহেলগাঁওয়ে হামলাকারীদের ছাড় নেই! স্পষ্ট করলেন শাহ (Amit Shah)

গত ২২ এপ্রিল ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়। নিরীহ ২৬ জনের রক্তে ভিজে যায় ‘ভূস্বর্গে’র মাটি। মৃতদের পরিবার সহ নানান মহলের দাবি, বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে। ঘটনার দিনই শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরের দিন নিহতদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করেন, কফিনের ওপর ফুলের স্তবক সাজিয়ে দিতে দেখা যায় তাঁকে। এর পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ।

ঘটনার পর থেকেই হামলাকারীদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই গুজরাটে পৌঁছেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ। এই পরিস্থিতিতে অসমের অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘স্বামীর মৃত্যুর পর পারমিতাকে বিয়ে করেছি আমি’! ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ দিলীপের, পাল্টা ধুয়ে দিলেন সৌমিত্র খাঁ

কাশ্মীর ইস্যুতে শাহ বলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে পহেলগাঁওয়ে হামলাকারীদের বেছে বেছে জবাব দেওয়া হবে। দেশের প্রত্যেকটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ উপড়ে ফেলা হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। গোটা বিশ্ব ভারতের পাশে আছে। কাপুরুষের মতো হামলা! কাউকে ছাড়ব না’।

Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদীরা যুদ্ধে জয়ী হয়েছে, এমনটা যেন না ভাবে। লড়াই এখনও শেষ হয়নি। হামলাকারীদের বেছে বেছে জবাব দেওয়া হবে, পরিষ্কার জানিয়েছেন শাহ।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবর কড়া অবস্থান নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর আগে ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় এদেশের বায়ুসেনা। পহেলগাঁও কাণ্ডের ক্ষেত্রেও হামলাকারীদের বেছে বেছে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানালেন শাহ (Amit Shah)। দেশের প্রত্যেক প্রান্ত থেকে সন্ত্রাসবাদ উপড়ে ফেলার কথা বলেছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X