৩৭০, NRC সাম্প্রদায়িক! অথচ জাতীয় চলচ্চিত্র উৎসবে “হামিদ” এ শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কার কাশ্মীরের তালহা আরশাদ রশিদের

 

বাংলা হান্ট ডেস্ক:    670 ধারা বিলোপ নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে তখন মিডিয়ার একাংশ দেখাচ্ছে কাশ্মীরে খুশি কাশ্মীর শান্ত কিন্তু কিছু কিছু সংবাদপত্রে প্রকাশিত খবর উলট পুরাণ। খবরের কাগজে সংবাদ অনুযায়ী এই সময়কালের মধ্যেই ঘোষিত হয়েছে চলচ্চিত্রের জাতীয় পুরস্কার উর্দু ছবি “হামিদ” এর জন্য শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কার পেয়েছে কাশ্মীরের তালহা আরশাদ রশিদ। ছবিটির পরিচালক আইজাজ খান।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন হানাহানির পর্যায় চরমে তখন ভারতে শান্তিপূর্ণভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল 370 ধারা বিলোপ। কাশ্মীরে এমন সমস্যা যায়র একটা ঘন কুয়াশা রচনা করে রেখেছিল কংগ্রেস সরকার কিন্তু সেখানে আপত্তি তুলেছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন এক প্রধান এক বিধান এক নিশানের কথা। তাই সম্ভব করে দেখিয়েছে বর্তমান সরকার।

Modi 3

কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কিছুটা হলেও স্বস্তিতে মোদি সরকার তারা প্রতিষ্ঠা করতে পেরেছেন কাশ্মীরের সেই ইতিহাসের অন্ধকার দিকগুলির বিলোপ ঘটে বিরোধী শক্তি যখন বারবার মাথাচাড়া দিয়ে বলেছে কাশ্মীর উপত্যকায় চটজলদি স্বাভাবিকতা ফেরা বেশ শক্ত প্রায় অসম্ভব। কিন্তু সেই কাজকেই দেশের রাষ্ট্রনেতা মোদি -শা জুটি করে দেখিয়েছেন সম্ভব।

সম্পর্কিত খবর