কাশ্মীরে ফের জঙ্গিদের কাপুরুষোচিত কাজ, হিন্দু মহিলা শিক্ষককে গুলি করে হত্যা! নিকেশ দুই সন্ত্রাসী

বাংলাহান্ট ডেস্ক : আবারও রক্ত ঝরল ভূস্বর্গে। জঙ্গি হামলায় রাঙা হয়ে উঠল জম্মু–কাশ্মীর। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে আহত হন এক কাশ্মীরি মহিলা পণ্ডিত। গুরুতর জখম অবস্থায় তাঁকে হসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, ওই মহিলা একজন স্কুল শিক্ষিকা। তিনি জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা। হামলার জায়গায় দ্রুত পৌঁছে গিয়েছে সুরক্ষা বাহিনী। কিছুদিন আগেই বুদগাম এলাকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কাশ্মীরের স্থানীয় অভিনেত্রী আমরীন ভাটের। আহত হয় তাঁর ১০ বছরের ভাইপোও। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়। জাতীয় কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লা এই ঘটনায় তাঁর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‌এটা খুবই দুঃখজনক ঘটনা। নিরস্ত্র সাধারণ মানুষের ওপর টার্গেট করে হত্যা করার তালিকা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে। সরকার কী করছে? এর দায় সরকারের। পরিস্থিতি স্বাভাবিক নয়। সরকারের আশ্বাসবাণী কেবলই মিথ্যা। আমরা মৃতের আত্মার শান্তি প্রার্থনা করছি।’‌

অন্যদিকে পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে ২ জঙ্গি। পুলিশ জানিয়েছে, সেনাদের জঙ্গি–বিরোধী অপরেশনে সোমবার রাত থেকেই পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার রাজপোরায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলতে থাকে। এই গুলির লড়াইয়ের সময় নিহত হয় দু’‌জন স্থানীয় জঙ্গি। ২টি একে রাইফেল ও অপরাধমূলক উপাদান এনকাউন্টারের জায়গা থেকে উদ্ধার হয়েছে।

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন সরকারি কর্মী সহ বহু সাধারণ মানুষকে হত্যার ঘটনায় যুক্ত ছিল নিহত দুই জঙ্গি। নিহত জঙ্গিদের সনাক্ত করা গিয়েছে। তাদের নাম শাহিদ রাঠৌর ও উমর ইউসুফ। অন্যান্য সন্ত্রাসমূলক অপরাধের পাশাপাশি জঙ্গি শাহিদ যুক্ত ছিল আরিপালের মহিলা এমএসটি শাকিলা এবং লুরগাম ত্রালের সরকারি কর্মী/‌পিওন জাভিদ আহমেদের হত্যার সঙ্গে। কিছুদিন আগেই সেনা বাহিন খতম করেছে দু’‌জন লস্কর–ই–তৈবার জঙ্গিদের। প্রসঙ্গত কাশ্মীরি অভিনেত্রী আমরিন ভাটের হত্যার সঙ্গে জড়িত ছিল।

Sudipto

সম্পর্কিত খবর