শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিতের দোকানে হামলা জঙ্গিদের, গুলিতে প্রাণ হারালেন সেলসম্যান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শ্রীনগরের ডাউনটাউন এলাকায় কাশ্মীরি পণ্ডিতের দোকানে এক সেলসম্যানকে জঙ্গিরা গুলি করে হত্যা করে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনার জওয়ানরা পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে দেয়।

এক পুলিশ আধিকারিক জানান, জঙ্গিরা সোমবার শ্রীনগরের বোরিকাদল এলাকায় বান্দিপোরার বাসিন্দা ইব্রাহিম খানকে গুলি করে। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। জঙ্গিদের তল্লাশির জন্য যায়গায় যায়গায় চেকিং চলছে।

এর আগে রবিবার রাতে বটমালু এলাকায় জঙ্গিরা এক পুলিশ কর্মীর উপর হামলা করে তাঁকে হত্যা করে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালানো হয় ঠিকই, কিন্তু ২৪ ঘণ্টা পরেও কোনও জঙ্গিকে খুঁজে পাওয়া যায় নি। পুলিশ জানায় এসডি কলোনিতে জঙ্গিরা পুলিশকর্মী তৌসিফ আহমেদকে গুলি করার পর সেখান থেকে পালিয়ে যায়।

জঙ্গিদের গুলিতে আহত হওয়ার পর পুলিশকর্মীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেতেই পুলিশ আর সেনা সেখানে পৌঁছে তদন্ত শুরু করে দেয়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানও চালানো হয়, কিন্তু এখনও কাউকে ধরা যায় নি।

X